নিউইয়র্কে গাড়ির নতুন ইন্সপেকশন স্টিকার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
নিউইয়র্ক স্টেটে বদলে গেল গাড়ির ইন্সপেকশন স্টিকার। স্টেট ডিপার্টমেন্ট অব মটর ভেইকেলস প্রবর্তন করছেন ‘প্রিন্ট অন ডিমান্ড ইন্সপেকশন সার্টিফিকেট’। অত্যাধুনিক ডিজিটালাইজড এই স্টিকারে গাড়ির গুরুত্বপূর্ণ সব তথ্য সংযোজিত থাকবে। ডিএমভি জানিয়েছে, ইতোমধ্যেই কিছু কাস্টমার নতুন স্টিকার পেয়েছেন। ২০২৩ সালের শেষ নাগাদ সকল গাড়িতে তা সম্পন্ন হবে। ইনসপেকশন স্টেশনে মুদ্রিত স্টিকার আগেরটার চেয়ে দেখতে ভিন্নতর। এক বছর মেয়াদি এই স্টিকারের রং সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে। বছরের শেষে তার রং হবে শুরুর চেয়ে আলাদা।
ডিএমভি কমিশনার মার্ক শ্রোডার বলেছেন, ডিএমভি’র পাঠানো স্টিকারের অপেক্ষায় না থেকে গাড়ির মালিকরা বিভিন্ন ইন্সপেকশন শপে গিয়ে প্রিন্টেড কপি সংগ্রহ করতে পারবেন। ডিএমভি আইন শৃংখলাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে এ ব্যাপারে কাজ করছে। যাতে তারা নতুন এই স্টিকার সম্পর্কে ওয়াকিবহাল থাকে।