যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোববার
যুক্তরাজ্যের একটি শরণার্থী হোটেলের বাইরে শরণার্থীবিরোধী বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে লিভারপুল শহরের বাইরে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেফতার করেছে। মার্জিসাইড পুলিশ বিভাগ জানিয়েছে, সহিংস বিক্ষোভে একজন পুলিশ কর্মকর্তা এবং দুইজন বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, কিছু বিক্ষোভকারী বিভিন্ন জিনিস ছুড়ে মারে। তারা একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বয়স ১৩ থেকে ৫৪ বছরের মধ্যে।
যুক্তরাজ্যের হোম অফিস গত বছর থেকে শরণার্থী প্রত্যাশীদের সাময়িক আবাস হিসেবে হোটেলটি ব্যবহার করে আসছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ছোট নৌকার করে ক্রমবর্ধমানহারে শরণার্থী এবং অভিবাসীরা যুক্তরাজ্যে প্রবেশ করছে। এটা নিয়ে দেশটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। শুধু ২০২২ সালে সাগরপথে ছোট নৌকায় কমপক্ষে ৪৫ হাজার মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেছে। এদের অধিকাংশ দেশটিতে আশ্রয় পাবার আবেদন করেছে।