সিটিতে ফ্রি বাস সার্ভিসের দাবি আইন প্রণেতাদের
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
নিউইয়র্ক স্টেট সিনেট ও এসেমব্লিতে ১১ বিলিয়ন ডলারের বিল উত্থাপন
আজকাল রিপোর্ট
নিউইয়র্ক সিটিতে ট্রেন ভাড়া বৃদ্ধি না করা ও ফ্রি বাস সার্ভিসের দাবিতে আলবেনিতে আইন প্রণেতা ও পাবলিক ট্রান্সপোর্ট এডভোকেটরা সমাবেশ করেছেন। এতে নিউইয়র্ক সিটি এলাকা থেকে নির্বাচিত অধিকাংশ জনপ্রতিনিধিরা অংশ নেন। এদের মধ্যে ছিলেন স্টেট সিনেটর মাইকেল জিয়ানারিস, জেসিকা রামোস, জন ল্যু, ক্রিস্টিন গোনজালেজ, এসেমব্লি মেম্বার জোহরান মামদানি, এলিসিয়া হ্যান্ডিম্যান, জেসিকা গোনজালেজ, রবার্ট কেরোল ও টনি সাইমন। ট্রান্সপোর্টেশন এডভোকেট গ্রুপের বিভিন্ন সংগঠনের নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন।
মেট্রোপলিটন ট্রানজিট অথরিটিকে (এমটিএ) সচল রাখতে ১১ বিলিয়ন ডলার বরাদ্দের দাবিতে গত মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি আলবেনিতে এই র্যালি অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত একটি বিল স্টেট সিনেটে উত্থাপন করেছেন সিনেটর জিয়ানারিস। আর এসেমব্লিতে বিলটি স্পন্সর করছেন মামদানি। এতে সাবওয়ে ফেয়ার ২.৭৫ ডলার রাখারই প্রস্তাব করা হয়েছে। বিরোধিতা করা হয়েছে ৩ ডলার করার। ২০২৬ সাল নাগাদ সিটি জুড়ে পাবলিক বাস সার্ভিস ফ্রি করার কথা বলা হয়েছে। এখন থেকেই পরীক্ষামূলকভাবে বিভিন্ন এলাকায় ফ্রি বাস চালুরও দাবি করেছেন তারা। ‘ফিক্স দ্যা এমটিএ’ নামে অভিহিত এই অর্থ বরাদ্দের বিলটি পাস হলে ২০২৬ সাল নাগাদ পাবলিক ট্রান্সপোর্টেশন আর কোন অর্থিক সমস্যায় পড়বে না। বাজেট ঘাটতি পূরণ, বাস সার্ভিস বৃদ্ধি ও ইনফ্রাস্ট্রাকচার মেরামতে এই বরাদ্দকৃত অর্থ ব্যয় হবে।