কলাম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১১
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১২ এএম, ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সেন্ট্রাল কলাম্বিয়ায় সংঘটিত এ দুর্ঘটনা সম্পর্কে কুন্দিনামার্কার গভর্নর জানান, আরো ১০ জন খনিতে আটকা পড়েছেন। ভেতরে গ্যাস জমে যাওয়ায় এ বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
আল জাজিরা জানায়, গভর্নর নিকোলাস গার্সিয়া ব্লু রেডিওকে বলেছেন, কোনো এক শ্রমিকের যন্ত্রপাতি থেকে স্ফুলিঙ্গ সৃষ্টি হওয়ায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।
গভর্নর বলেন, দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরো ৭ জন নিজেরাই চেষ্টা করে বের হয়ে এসেছেন। আটকে পড়া ১০ জন ভূগর্ভের ২৩০০ থেকে ৩ হাজার ফুটের মধ্যে রয়েছেন।
খনির বাইরে নিহত ও আটকে পড়াদের স্বজনরা ভিড় জমিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া শ্রমিক-কর্মচারীকে উদ্ধার করতে কাজ করছে ১০০ উদ্ধারকর্মী।