শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাগোর্ডিয়ায় এয়ারট্রেন সংযোগ প্রকল্প বাতিল

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৭ এএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট
লাগোর্ডিয়া বিমানবন্দরের সাথে এয়ারট্রেন সংযোগের প্রকল্প বাতিল করে দিলেন নিউইয়র্ক স্টেট গভর্ণর ক্যাথি হোকুল। সাবেক গর্ভনর এন্ড্রু কুমোর নেয়া এই উচ্চাভিলাসী প্রকল্পকে ‘রং ওয়ে’ বলে আখ্যায়িত করা হয়েছে। এ প্রকল্পের বরাদ্দ ছিল প্রায় ২ বিলিয়ন ডলার। অবশ্য এ প্রকল্পের বিরুদ্ধে কুইন্স থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা আপত্তি জানিয়ে আসছিলেন।
গভর্ণর হোকুলের গঠিত এক্সপার্ট প্যানেল গত ১৭ মাস স্টাডি করে লাগোর্ডিয়া বিমানবন্দরে এয়ারট্রেন বা মনোরেইল সংযোগের প্রস্তাব নাকচ করে দেয়। এক্সপার্ট টিম এর পরিবর্তে নতুন টেকনোলজি ভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালুর ওপর গুরুত্ব দিয়েছে। এতে খরচ হবে ৫০০ মিলিয়ন ডলার। প্রস্তাবে ২টি বাস রুটের কথা বলা হয়েছে। যার একটি হবে বর্তমানে চলমান কিউ ৭০ বাসের সমান্তরাল। যা এয়ারপোর্টের বি ও সি টার্মিনাল হয়ে  উডসাইডের ৬১ স্ট্রিট পর্যন্ত চলাচল করবে। এটি জ্যাকসন হাইটসের রুজভেল্ট হয়ে যাতায়াত করবে। দ্বিতীয় রুটটি হবে এস্টোরিয়ার ডিটমার্স বুলেভার্ড ও এয়ারপোর্টের সকল টার্মিনালের মধ্যে। এটি এয়ারপোর্ট ও এস্টোরিয়ার ডিটমার্স  বুলেভার্ডস্থ ৭ ট্রেন স্টেশনের এর মধ্যে হবে ননস্টপ সার্ভিস।