রাজনীতিতে ফিরতে চান সাবেক গভর্ণর কুমো
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫০ এএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার
দৃষ্টি সিনেটর জিলিব্রান্ডের আসনের দিকে
আজকাল রিপোর্ট
নিউইয়র্ক স্টেটের সাবেক গর্ভনর এন্ড্রু কুমোর চোখ সিনেটর ক্রিস্টিন জিলিব্রান্ডের ওপর। কুমো রাজনীতিতে ফিরে আসার জন্য মরিয়া। ঘনিষ্ঠদের বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে নিউইয়র্কের সিনেট আসন থেকে নির্বাচন করতে চান। এ আসনে বর্তমান সিনেটর হচ্ছেন ক্রিস্টিন জিলিব্রান্ড। ২ বছর আগে নিজ অফিসের নারী স্টাফদের সাথে অনৈতিক আচরণের অভিযোগ উঠায় পদত্যাগ করতে বাধ্য হন এন্ড্রু কুমো। তার নারী ঘটিত কেলেঙ্কারিতে প্রেসিডেন্ট জো বাইডেন, সিনেট মেজোরিটি লিডার চাক শুমার এবং স্টেটের এসেমব্লি ও সিনেট উভয় চেম্বারই তার পদত্যাগ দাবী করেছিল। পওে অবশ্য তার বিরুদ্ধে এই সব অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু তিনি ফিরে পাননি গর্ভনরশীপ। কুমোর অভিযোগ, সবই ছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
এন্ড্রু কুমোর প্রার্থিতার সম্ভাবনার কথা বলেছেন সিনেটর ক্রিস্টিন জিলিব্রান্ড নিজেই। তিনি এক ফান্ডরেইজিং ডিনারে সর্মথকদের উদ্দেশ্যে বলেছেন, নিউইয়র্কের সাবেক গভর্ণর হয়তো বিশাল তহবিল নিয়ে আমার বিরুদ্ধে নির্বাচনে লড়তে পারেন। কুমোর সাবেক এক স্টাফ ডেইলি বিস্টকে বলেছেন, কুমো রাজনীতিতে ফিরতে চান নির্বাচনের মধ্য দিয়েই। তবে তিনি কোন পাবলিক অফিসের জন্য লড়বেন তা এখনও স্থির করেননি। এটা নিশ্চিত, জয়ের সম্ভাবনা যেখানে সবচেয়ে বেশি, কুমো সেখানেই প্রার্থী হবেন।
এদিকে জিলিব্রান্ডও ২০২৪ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো সিনেটর পদে লড়তে প্রস্তুতি নিচ্ছেন। ২০১৮ সালে দ্বিতীয়বারের নির্বাচনে তিনি শতকরা ৬৭ ভাগ ভোট পেয়ে সিনেটর নির্বাচিত হয়েছিলেন। কুমো সিনেটর পদে নির্বাচন করতে চাইলে জিলিব্রান্ডের সাথে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে আগে লড়তে হবে। জিতলেই তবে ডেমোক্র্যাটিক পার্টি থেকে সিনেট পদে দাঁড়াতে পারবেন।