নারমিন রহমানের দাফন সম্পন্ন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১৩ এএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি পরিচিত মুখ,সামাজিক- সাংস্কৃতিক সংগঠক ডা. নার্গিস রহমানের কন্যা, নৃত্যশিল্পী নারমিন রহমানের নামাজে জানাজা গত বুধবার ১৫ মার্চ সন্ধ্যায় জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার তার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মোমোরিয়াল মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত বত্তব্য রাখেন নারমিনের ভাই শাহরিয়ার রহমান সজিব। এসময় তিনি ছোট বোনের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার বোনের জন্য সবার দোয়া প্রর্থনা করেন। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ঠ সংগঠক নাসির আলী খান পল ও জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান। নারমিন রহমানের নামাজে জানাজায় ইমামতি করেন জেএমসি’র খতিব ও পেশ ইমাম মাওলানা আবু জাফর বেগ।
মরহুমার পরিবারের সদস্য ও আতœীয়-স্বজন ছাড়াও কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ জানাজা এবং দাফনে অংশ নেন এবং মরহুমার বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন। তার আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, গত ৯ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যায় নারমিনের মৃত্যু হয় । জানা গেছে, তিন বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিলো ৩৩ বছর। জ্যামাইকার ১৬৯ ষ্ট্রীটে একটি বাড়ীর তিন তলায় বসবাসকারী নারমিনরা তিন ভাই-বোন। তার এক ভাই ক্যালিফোর্নিয়া বসবাস করেন। অপর ভাই আর মায়ের সাথে নারমিন নিউইয়র্কে বসবাস করতেন। মৃত্যুর সময় তার মা ও বাবা বাংলাদেশে অবস্থান করছিলেন। নারমিন রহমানের মৃত্যু খবর পেয়ে মা ডা. নার্গিস রহমান মঙ্গবার বিকেলে বাংলাদেশ থেকে নিউইয়র্ক এসে পৌঁছান।