বিস্ফোরক পদার্থ নিয়ে রাশিয়ার শহরে পড়লো ‘ইউক্রেনের ড্রোন’
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৩ এএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার
রাশিয়ার তুলা অঞ্চলের কিরিয়েভস্ক শহরে ইউক্রেনের টিইউ-১৪১ স্ট্রিজ ড্রোন বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরক পদার্থ নিয়ে ড্রোনটি আঘাত হেনেছে বলে জানিয়েছেন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার এক মুখপাত্র। রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় রোববার (২৬ মার্চ) ঘটা এ বিস্ফোরণে তিন রুশ নাগরিক আহত হয়েছেন। এতে তিনটি অ্যাপার্টমেন্ট ও চারটি বাড়ির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থার বরাতে তাস জানিয়েছে, বিস্ফোরণটি একটি কৌশলগত নজরদারিবিহীন মনুষ্যবিহীন বিমান দিয়ে সংঘটিত হয়েছে। ইউক্রেনের ড্রোনটি বিস্ফোরক পদার্থে ভরা ছিল।
স্থানীয় জরুরি কল সেন্টারের বরাতে তাস বলছে, বিকেল ৩টা ১৯ মিনিটে বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।