বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেলারুশে পারমানবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২১ এএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার

রাশিয়া তার প্রতিবেশী ও মিত্রদেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার এ ঘোষণা দিয়েছেন। বেলারুশের সঙ্গে ইউক্রেনেরও বড় সীমান্ত রয়েছে। খবর ইয়েনি সাফাকের।

পুতিন বলেন, এটা অস্বাভাবিক নয়। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এ ধরনের কাজ করছে। মিত্রদেশগুলোতে অনেক আগেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।’

বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে বলে জানান পুতিন। তিনি বলেন, আমরা দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো একই কাজ করব বলে একমত হয়েছি।’

সম্প্রতি ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে। এর পরপরই শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন তিনি।