বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক স্টেট বাজেটে প্রস্তাব ন্যূনতম বেতন ২১.২৫

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৯ এএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট
নিউইয়র্কে ন্যুনতম বেতন নির্ধারিত হতে যাচ্ছে ঘন্টায় ২১ ডলার ২৫ সেন্টস। করোনা ও ইউক্রেন যুদ্ধের ফলে অস্বাভাবিক মুদ্রাস্ফীতির কারণে এই বেতন বৃদ্ধির প্রস্তাব করা হচ্ছে।  গভর্ণর ক্যাথি হোকুল বলেছেন, নিউইয়র্কাররা এই মুদ্রাষ্ফীতির ধকল সামাল দিতে পারছে না। প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়েছে শতকরা ২০ থেকে ২৫ ভাগ। এর দায়ভার আমাদের ওপরও বর্তায়। কর্মজীবি মানষের দিকটা বিবেচনা করতে হবে। এ কারণেই সাধারন মানুষের ন্যূনতম বেতন বৃদ্ধিও প্রস্তাব করা হয়েছে বাজেটে। এপ্রিলেই স্টেটের উভয় চেম্বারে তা পাস হবে বলে আশা করেন গভর্ণর।
নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত স্টেট সিনেটর জেসিকা রামোস বলেছেন, নিউইয়র্ক সিটিতে ঘন্টায় ১৫ ডলার বেতনে কাজ করে মানুষের পর্যাপ্ত খাবার জোটে না। এ জন্যই আমরা ঘন্টায় ২১.২৫ ডলারের দাবি করছি। এটা বিলাসিতার জন্য নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি এপ্রিলে স্টেট বাজেটে তা পাস হবে। বর্তমানে নিউইয়র্ক সিটি, নাসাউ, সাফোক ও ওয়েস্টচেষ্টার কাউন্টিতে ন্যূনতম বেতন ঘন্টায় ১৫ ডলার। স্টেটের অন্য এলাকাগুলোতে ন্যূনতম বেতন ঘন্টায় ১৪.২০ ডলার।
বেতন বৃদ্ধির প্রস্তাবটি ৪টি স্তরে ভাগ করা হয়েছে। ২০২৪ সালে সিটিতে বেতন হবে ঘন্টায় ১৭.২৫ ডলার। আর সিটির বাইরের অন্য শহরগুলোতে হবে ১৬ ডলার। ২০২৪ সালে তা হবে যথাক্রমে ১৯.২৫ ডলার ও ১৮ ডলার। ২০২৬ সালে তা ২১.২৫ ডলার ও ২০ ডলার। তবে ২০২৭ সালে নিউইয়র্ক সিটিসহ স্টেটের সকল সিটিতে ন্যূনতম বেতন হবে ঘন্টায় ২১.২৫ ডলার।
এদিকে ক্যালিফোর্নিয়া ও ম্যাসাসুয়েটস স্টেটে বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুইতোমধ্যেই শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ নভেম্বরের নির্বাচনে ঘন্টায় ২২ ডলার করার প্রস্তাবটি থাকবে ব্যালটে। ম্যাসাসুয়েটসে দাবি উঠছে বেতন ঘন্টায় ৩০ ডলার করার।