মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএন এনজিও ফোরামে পুরস্কৃত ৪ বাংলাদেশী নারী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৮ এএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার


জাতিসংঘে উন্নয়ন সংস্থা সি এস ডাব্লিউ ৬৭ ফোরামে নারী ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন বাংলাদেশী কমিউনিটি থেকে ৪ জন নারী। ৬ মার্চ থেকে ১৭ মার্চ ২০২৩ পর্যন্ত দুই সপ্তাহে বিশ্বজুড়ে ৮শ’ ইভেন্ট আয়োজন করেছে উন্নয়ন সংস্থা সি এস ডাব্লিউ ৬৭ ফোরাম। যা বিশ্বব্যাপি নারী ও মেয়েদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে এবং সমাজে অবদান রাখতে সহায়তা করে আসছে সি এস ডাব্লিউ ৬৭ ফোরাম। এবারের ফোরামে আমাদের বাংলাদেশী কমিউনিটি থেকে ৪ জন নারী ২০২২ সালে তাদের সামাজিক ব্যবসায়িক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন। তারা হলেন, মনি হোম কেয়ারের স্বত্তাধীকারী মনি আহমেদ, রোকসানা বুটিকের স্বত্তাধীকারী রোকসানা ফারুক ‘তারার আলো’র প্রেসিডেন্ট মিনা ইসলাম এবং ওয়ার্ল্ড ফান্ড অর্গানাইজেশন এক্টিভিস্ট নূরুন আলম। এটা কমিউনিটির জন্য অনেক আনন্দের ও গর্বের বিষয়। তারা প্রত্যেকে গত কয়েক বছর ধরে নিউ ইয়র্কে নিজ নিজ অবস্থান তৈরী করেছেন। ভবিষ্যতে তারা আরো আন্তরিকতার সঙ্গে বাংলাদেশেও নিজেদের কার্যক্রমের বিস্তার ও প্রসার করবেন বলে জানিয়েছেন। বিশ্ব নারী দিবস উপলক্ষে উন্নয়ন সংস্থা বারিনু ইন্সটিটিউট ইকোনমিক ডেভেলপমেন্ট বিশ্বের অন্যান্য নারীদের পাশাপাশি বাংলাদেশী এই চার নারীকে তাদের উইমেন অ্যান্ড গালর্স এমপাওয়ারমেন্ট এর জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। সি এস ডব্লিউ ৬৭ এ ৬ থেকে ১৭ মার্চ তারা অংশ নেন। সমাপনী দিনে তাদেও পুরস্কার দেওয়া হয়।