পবিত্র ঈদ সামনে রেখে কলকাতায় শপিং করতে বাংলাদেশিদের ভিড়
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫৭ এএম, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
জমে উঠেছে কলকাতার বিভিন্ন শপিংমলগুলো। ঈদের বাজারে বাংলাদেশিদের ভিড় চোখে পড়ার মতো। কলকাতার মার্কুইজ স্ট্রিট, রফি আহমেদ কিদঁয় স্ট্রিট, সদর স্ট্রিটসহ পুরো নিউ মার্কেট এলাকার প্রায় সব আবাসিক হোটেল এখন কানায় কানায় পূর্ণ। আর এই এলাকার দোকান গুলোতেও উপচে পড়ছে বাংলাদেশি ক্রেতাদের ভিড়।
ঢাকা থেকে আসা এক বাংলাদেশি তরুণী তামান্না-র কথায়, কলকাতার দোকানগুলোতে হরেক রকম জিনিস পাওয়া যায়।’
তবে অনেকেই আবার কলকাতায় এসে নানান বিড়ম্বনার কথাও জানান। শাহীদ নামে ঢাকার এক ব্যবসায়ী জানান, ‘তিনি কোনো ভালো আবাসিক হোটেল পাননি। এমনকি যে রুমের ভাড়া অন্য সময় ১ হাজার থেকে ১২০০ রুপি, সেই ভাড়া এখন প্রায় আড়াই হাজার রুপি। এ ছাড়া মুদ্রা বিনিময়ে কলকাতা ও সীমান্ত এলাকার মধ্যেও রয়েছে অনেক পার্থক্য। ফলে অনেক আশা নিয়ে কলকাতায় এলেও মনমতো থাকা কিংবা কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন না। মন খারাপ নিয়েই ফিরে যাচ্ছেন ঢাকায়।’
স্থানীয় কয়েকজন রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী জানান, এবার ঈদের আগেই বেশ ভাল বিক্রি হওয়ায় গত কয়েক বছরের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে পারব আমরা। তাই বাংলাদেশি ক্রেতাদের নানা রকম সুযোগ-সুবিধা দিচ্ছি। কলকাতার বাংলাদেশি হোটেলপাড়া বলে পরিচিত নিউমার্কেট এলাকায় কমবেশি প্রায় তিন হাজার এমন দোকান রয়েছে। এই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বেশির ভাগ ক্রেতাই বাংলাদেশি পর্যটক। এই এলাকার অর্থনীতির চাকা আগের মতোই ফের সচল হওয়ায় খুশি কলকাতার নিউমার্কেট অঞ্চলের ব্যবসায়ীরা।