বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৯ এপ্রিল ২০২৩ রোববার

দফায় দফায় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ধকল কাটিয়ে উঠেছে। শুধু তাই নয়, গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানির সক্ষমতাও ফিরে পেয়েছে দেশটি।

রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া গত অক্টোবরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে দীর্ঘ ও উদ্দেশ্যেমূলক হামলা শুরু করে। এতে বিদ্যুৎ কাঠামো ভেঙে পড়ে এবং ইউক্রেনের শহর ও নগরের বাসিন্দাদের বিদ্যুৎবিহীন অবস্থাতেই তীব্র শীত কাটাতে হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দিতে বাধ্য হয়।

তবে এখন আবার ইউক্রেন তার উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করার সক্ষমতা ফিরে পেয়েছে।

ইউক্রেনের জ্বালানিবিষয়ক মন্ত্রী হারমান হালুশচেঙ্কো বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন, যদিও স্থানীয় গ্রাহকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও এতে উল্লেখ রয়েছে।

তিনি জানান, বিদ্যুৎ ব্যবস্থা প্রায় দুই মাস ধরে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছে এবং ইউক্রেনীয়রা বিদ্যুৎ পেতে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না।

তিনি বলেন, 'সবচেয়ে কঠিন শীত কেটে গেছে। পরবর্তী ধাপ হল বিদ্যুৎ রপ্তানি শুরু করা, যার মাধ্যমে আমাদের ধ্বংস হওয়া ও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামোর প্রয়োজনীয় পুনর্গঠনের জন্য বাড়তি অর্থ সংগ্রহ করা যাবে।'

তিনি বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য প্রকৌশলী ও আন্তর্জাতিক সহযোগিদের ব্যাপক উদ্যোগ ও সহযোগিতার প্রশংসা করেন।