বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাইওয়ানের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ হামলার মহড়া চালাচ্ছে চীন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৬ এএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার

 

তাইওয়ানের ভূখণ্ডে এবং তার আশপাশের জলসীমায় গুরুত্বপূর্ণ সব টার্গেটে নিখুঁত হামলার মহড়া চালিয়েছে চীন। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের জবাবে বেইজিং এই মহড়া চালাচ্ছে। এই মহড়াকে চীন স্বশাসিত এই দ্বীপটির প্রতি কড়া হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে।

তাইওয়ানকে ঘিরে বেইজিং তিনদিন ধরে যে সামরিক মহড়ার কথা ঘোষণা করেছে আজ রোববার তার দ্বিতীয় দিন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এই মহড়ায় সামরিক বাহিনীর দূর-পাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্র-বাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্যামারসহ আরও অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

চীনের সামরিক বাহিনী যখন তাইওয়ান দ্বীপটিকে ঘিরে ফেলার এই মহড়া পরিচালনা করছে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেইজিং-এর প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।


শনিবার অন্তত ৭১টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের চারপাশ দিয়ে উড়ে গেছে বলে জানিয়েছে তাইওয়ান। তাইওয়ান আরও বলেছে, যে চীনের ৪৫টি সামরিক বিমান হয় তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে-এই মধ্যরেখাটিকে তাইওয়ান ও চীনা ভূখণ্ডের সীমারেখা হিসেবে বিবেচনা করা হয়-অথবা এগুলো তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা জোনের দিকে উড়ে গেছে।

এই মহড়ায় চীনের ন’টি যুদ্ধজাহাজও অংশ নিচ্ছে। চীন এই মহড়ার নাম দিয়েছে ‘জয়েন্ট সোর্ড’ যা চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।

মহড়ার প্রথম দিন চীনের একটি যুদ্ধজাহাজ পিংটন দ্বীপের কাছে অবস্থান নিয়ে সেখান থেকে ফায়ার করেছে। চীনের এই দ্বীপটি তাইওয়ানের সবচেয়ে কাছের। সূত্র: বিবিসি