এবার নিউইয়র্কে ফিতরা ৮ থেকে ২০ ডলার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৩৪ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
নিউইয়র্কে এবরের ফিতরা নুন্যতম ৮ থেকে ২০ ডলার নির্ধারণ করা হয়েছে।
প্রতিবছরই নিত্য ব্যবহার্য কয়েকটি পণ্যের দামের ওপর ভিত্তি করে ফিতরার পরিমাণ নির্ধারণ করে বিভিন্ন মসজিদ। নিউইয়র্কে এ বছরও সে ভাবেই ফিতরা নির্ধারণ করা হয়েছে। ।
নিউইয়র্কের বৃহত্তম মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম আবু জাফর বেগ জানান, এ বছর তারা ন্যূনতম ফিতরা নির্ধারণ করেছেন ১০ ডলার। তিনি জানান, যাদের স্বর্ণ রয়েছে, তাদের সেই স্বর্ণের গহনার মূল্যমানের ওপর ভিত্তি করে ফিতরা দিতে হবে।
জ্যাকসন হাইটসের আন নূর ইসলামিক সেন্টার শারিয়া বোর্ড নিউইয়র্ক অনুমোদিত ফিতরা নির্ধারণ করেছে ন্যূনতম ৮ ডলার।
ব্রংক্সের বৃহত্তম মসজিদ নর্থ ব্রংক্স ইসলামিক সেন্টার থেকে জানা গেছে, তারা ন্যূনতম ফিতরা নির্ধারণ করেছে ১২ ডলার।
ব্রংক্সের পার্কচেস্টার জামে মসজিদ ন্যূনতম ফিতরা নির্ধারণ করেছে ১০ ডলার।
ব্রংক্সের বাংলাবাজার জামে মসজিদ ন্যূনতম ফিতরা নির্ধারণ করেছে ১২ ডলার।
জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার এ বছর ন্যূনতম ফিতরা নির্ধারণ করেছে ২০ ডলার।
ব্রুকলীনের বৃহত্তম মসজিদ বাংলাদেশ মুসলিম সেন্টার থেকে এর পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ আবুল হাশেম জানান, তারা ন্যূনতম ফিতরা নির্ধারণ করেছেন ৮ ডলার।
তবে আরো তিন ক্যাটেগরিতে যথাক্রমে ১৫ ডলার (আটার হিসাবে), ৩৮ ডলার (কিসমিসের হিসাবে) ও ৪৮ ডলার খেজুরের হিসাবে) নির্ধারণ করা হয়েছে।
ফিতরার খাদ্য ঈদের নামাযের আগেই বন্টন করা প্রয়োজন। ঈদের নামাযের পর পর্যন্ত দেরি করা ঠিক নয়। বরঞ্চ ঈদের এক বা দুই দিন আগে আদায় করে দিলে কোন অসুবিধা নেই। আলেমদের বিশুদ্ধ মতানুযায়ী ফিতরা আদায় করার সময় শুরু হয় ২৮ শে রমজান। কারণ রমজান মাস ২৯ দিনও হতে পারে। আবার ৩০ দিনও হতে পারে।