ভাড়াটিয়াদের হয়রানি বন্ধে আইন প্রণয়নের দাবী
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৩৬ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার
কুইন্সের সমাবেশে ওকাসিও কর্টেজ
আজকাল রিপোর্ট
কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজ কুইন্সে অস্বাভাবিকহারে ভাড়াটিয়া উেেচ্ছদের নোটিশে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, কুইন্সে গত এক বছরে বাড়ির মালিকরা ২০ হাজার ইভেকশন নোটিশ ফাইল করেছে। অর্থাৎ প্রতি ২০ জনে একজন এই নোটিশ পাচ্ছেন। ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় স্টেট পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এস্টোরিয়াতে গত এক বছরেই শতকরা ১৪ ভাগ বাড়িভাড়া বেড়েছে। যে বাড়ির ভাড়া ছিল এক বছর আগে ৩ হাজার ডলার, তা এখন ৩ হাজার ৫ শত ডলার। গত বুধবার ১২ এপ্রিল এস্টোরিয়ার এথেন্স পার্কে নিউইয়র্ক স্টেট বাজেটে ওয়াকির্ং ক্লাস জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, নিউইয়র্কের হোমলেস সমস্যা, আকাশচুম্বি বাসাভাড়া, ভাড়াটিয়াদের সমস্যা সমাধানে প্রস্তাবিত বাজেটে কোন সুরাহা নেই। গভর্ণর ব্যস্ত রয়েছেন বিনা বন্ডে জামিনের বিধান বাতিল করতে। ব্রুকলিন থেকে নির্বাচিত স্টেট সিনেটর জুলিয়া সালাজার এ সমাবেশে সংহতি প্রকাশ করে যোগ দেন। ওকাসিও কিউনি ও সুনি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বাড়ানোরও তীব্র প্রতিবাদ করেন। তিনি স্টেট আইন প্রণেতাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহবান জানান। সমাবেশে যোগদানকারি সিটি কাউন্সিলওম্যান টিফানী কাবান ধনীদের ওপর ট্যাক্স বাড়ানোর প্রস্তাব করেন। তিনি এমটিএ কর্তৃক ট্রেন ও বাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাবেরও বিরোধিতা করেন।