পলাতক চালক ইব্রাহিম আটক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৩৮ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার
এস্টেরিয়ায় গাড়ি চাপায় বালকের মৃত্যু
আজকাল রিপোর্ট
গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়া ১৮ বছরের কিশোর ইয়াসির ইব্রাহিম পুলিশের হাতে আটক হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার ৭ বছরের জেল হতে পারে বলে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি মিলিন্ডা কাটজ জানিয়েছেন। ইব্রাহিমের গাড়ির ধাক্কায় নিহত জেডান ম্যাকলারিনও একজন কিশোর। তার বয়স ১৬।
লং আইল্যান্ডের বাসিন্দা ইব্রাহিমের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। গত সোমবার ১০ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে সে এস্টোরিয়ার ২১ স্ট্রিটে র্যাভেনসউড হাউজের কাছে বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিল। জেডান ম্যাকলরিন চালাচ্ছিল একটি ইলেকট্রিক সিটি বাইক। ২১ স্ট্রিট ও ২১ এভিনিউ এর কাছে স্পীড লিমিট অতিক্রম করে ইব্রাহিমের গাড়িটি ম্যাকলরিনকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই ইব্রাহিম দ্রুত গাড়ি নিয়ে সরে পড়ে। কয়েক ব্লক দূরে গিয়ে ইব্রাহিম গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। গাড়িটির সন্মুখভাগ মারাত্মক ক্ষতিগ্র্স্ত হয়েছে। পুলিশ গাড়িটি উদ্ধার করে এবং এর চালক হিসেবে ইব্রাহিমকে চিহ্নিত করে। মারাত্মক আহত ম্যাকলরিনকে হারলেম হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
কুইন্স ক্রিমিনাল কোর্ট গত বুধবার ১২ এপ্রিল হিট এন্ড রান, ওভার স্পীডিং, ড্রাইভিং লাইসেন্স ও ইন্সুরেন্স ছাড়াই গাড়ি চালনার অপরাধে ইব্রাহিমের বিরুদ্ধে মামলাটি গ্রহণ করেছে। ইব্রাহিম তদন্তকারী অফিসারের কাছে বিএমডব্লিউ গাড়িটি চালানোর কথা স্বীকার করেছে। সে ঘন্টায় ২৫ মাইল স্পীড লিমিটের রাস্তায় ৫০ মাইল বেগে গাড়ি চালাচ্ছিল। তবে তার লার্নার পারমিট ছিল। তদন্তকারী অফিসারের কাছে সে বলেছে, আতংকিত হয়ে ভয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়েছে।