চীনা কোম্পানিকে বড় জরিমানা পাকিস্তান আদালতের
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৫ এএম, ১৬ এপ্রিল ২০২৩ রোববার
চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনকে (সিএনপিসি) ২ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছেন পাকিস্তানের একটি আদালত।
বেসরকারি একটি কোম্পানি পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘনের অভিযোগে বিচারক সৈয়দ মোহাম্মদ জাহিদ টারমিজি এ জরিমানা করেন বলে ডনের খবরে বলা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, সিএনপিসি ২০০১ সালের শুরুর দিকে জাহাজের কাজ এবং ড্রিলিংয়ের ক্ষেত্রে অনুসন্ধান এবং উৎপাদন সংস্থাগুলোর পরিষেবা প্রদানকারী হিসাবে পাকিস্তানে এসেছিল।
২১ শতকের প্রথম দশকে পাকিস্তানকে উৎপাদন সংস্থাগুলোর জন্য একটি দুর্দান্ত সম্ভাবনা হিসাবে বিবেচনা করা হয়েছিল।ফলে বিদেশি সংস্থাগুলোর প্রচুর আগ্রহ ছিল দেশটিতে।
এই আগ্রহের ফলে বৃহত্তর প্রতিযোগিতা সৃষ্টি হয়েছিল। তাই সিএনপিসি এই ধরনের বিদেশি প্রতিযোগী কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করা কঠিন হবে বলে মনে করে।
সময়ের প্রয়োজন বিবেচনা করে কাজ উদ্ধারের জন্য সিএনপিসি স্থানীয় কোম্পানির সঙ্গে একটি চুক্তি করে।
অনুসন্ধানের প্রতিটি কাজের জন্য কমিশনের বিপরীতে এ চুক্তি করা হয়।
শুরু থেকে আজ পর্যন্ত সিএনপিসি স্থানীয় কোম্পানির সহায়তায় খনিজ সম্পদ সংগ্রহ করেছে এবং পাকিস্তানে দুই দশকেরও বেশি সময় ধরে তাদের কার্যক্রম চালু রাখতে সক্ষম হয়েছে।
স্থানীয় কোম্পানি পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন আদালতে সিএনপিসি কর্তৃক চুক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আবেদন করেছিল।
আদালত স্থানীয় কোম্পানির পক্ষে ২ দশমিক ৪৮ মিলিয়নের একটি প্রাথমিক ডিক্রি পাস করেছে।