বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাখমুতে আরও দুটি শহর দখলের দাবি রাশিয়ার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৭ এএম, ১৬ এপ্রিল ২০২৩ রোববার

ফের হামলা বাড়িয়েছে রুশ বাহিনী

বাখমুতে আবারও হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। কয়েক মাস ধরে ইউক্রেনের সৈন্যরা দৃঢ়তার সঙ্গে শহরটিকে মস্কোর দখল হওয়া থেকে রক্ষা করে আসছে। তীব্র গোলাবর্ষণে পূর্ব ইউক্রেনের শহরটি বিধ্বস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শহরটিতে আটজন নিহত হয়েছে।

এর পর ব্রিটিশ একটি পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউক্রেনের সৈন্যরা বাখমুত শহরের কিছু অংশ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, দেশটির ভাড়াটে সৈন্য ওয়াগনার গ্রুপ বাখমুত শহরের আরও দুটি এলাকা দখল করেছে। খবর ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের।

এদিকে ইউক্রেনের সামরিক কমান্ডাররা গত সপ্তাহের অতিরঞ্জিত রুশ বিবৃতি প্রত্যাখ্যান করেছেন। সেখানে দাবি করা হয়েছিল, রুশ বাহিনী এখন বাখমুতের ৮০ শতাংশের দখল নিয়েছে। কিয়েভের প্রেসিডেন্সি অফিসের প্রধান অ্যান্ড্রি ইয়ারমার্ক বলেন, শনিবার খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে দুই নারী নিহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দৈনিক বিবৃতিতে বলেছে, বাখমুতে ভয়াবহ লড়াই চলছে। ওয়াগনার আক্রমণভাগ সফলভাবে অগ্রসর হয়েছে। শহরের উত্তর ও দক্ষিণ উপকণ্ঠে দুটি এলাকা দখল করেছে। তবে তাদের এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

যুক্তরাজ্যের সামরিক বাহিনীর মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়া বাখমুত দখল করার জন্য যুদ্ধ সরঞ্জামের সরবরাহ বাড়িয়েছে। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে, মস্কো ইউক্রেনের দোনবাস অঞ্চলের আরও বেশি এলাকা দখলের পরিকল্পনা করছে। এর আগে পশ্চিমা দেশগুলোয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপের তিক্ত সম্পর্ককে মস্কোর উল্লেখযোগ্য দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছিল। তবে ব্রিটিশ সামরিক বাহিনী বলছে, মন্ত্রণালয় ও ওয়াগনারের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। এবং এর পরই বাখমুতে আক্রমণ জোরদার করেছে মস্কো।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিজিটাল খসড়া তৈরির বিলে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। এর মাধ্যমে রুশদের সেনাবাহিনীতে যুক্ত করা আরও সহজ করে তোলে। ফলে পুতিনের জন্য ইউক্রেনে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়া সহজ হবে।