মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদের দিনে সাফল্যের খবরে উদ্বেলিত মঈন চৌধুরী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৩ এএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার

মক্কেলের এসাইলাম লাভ

 
২১ এপ্রিল শুক্রবার আনন্দময় ঈদের দিন বাংলাদেশি আব্দুর রহমান যুক্তরাষ্ট্রে তার কাঙ্খিত রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন। ঈদের দিন এমন একটি খুশীর খবরে রহমানের জীবনে নেমে আসে এক অনাবিল আনন্দ।
তার আইনজীবী ছিলেন ইমিগ্রেশন ও অ্যাক্সিডেন্ট বিষয়ক অ্যাটর্নি মঈন চৌধুরী।
একইভাবে মক্কেল রহমানের রাজনৈতিক আবেদন মঞ্জুর হওয়ার সংবাদে অ্যাটর্নি মঈন চৌধুরীর ঈদের খুশীও দ্বিগুণ হয়ে যায়।
মূলধারার রাজনীতিক মঈন চৌধুরী জানান, মামলায় জয়ী বা সফল হলে একজন আইনজীবীর কাছে তা যেমন সাফল্যের তেমনি আনন্দের। তিনি জানান,রহমান বাংলাদেশে একটি রাজনৈতিক দলের কর্মী ছিলেন। ২০১৮ সালের মে মাসে বাংলাদেশে ‘রাজনৈতিক নিপীড়ন’-এর শিকার হয়ে আমেরিকায় আসেন রহমান। এরপর একই বছরের অক্টোবরে তার মাধ্যমে রাজনৈতিক আবেদন প্রার্থনা করেন। ইমিগ্রেশন অফিসে আবেদন প্রত্যাখ্যাত হলে আদালতে আপিল করা হয়। ২১ এপ্রিল শুক্রবার ঈদের দিন আদালতে মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য ছিল। অ্যাটর্নি মঈন চৌধুরী তার ক্লায়েন্টের কথা বিবেচনা করে ঈদের দিন প্রায় তিন ঘণ্টা ওয়েব শুনানিতে অংশ নেন এবং শুনানি শেষে আদালত রহমানের আবেদন মঞ্জুর করেন। এর ফলে স্বপ্নের যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে থাকার যে সুযোগ,তার একধাপ এগিয়ে গেলেন রহমান।
অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, ২৫ এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জের বাসিন্দা বাবুল নামে আরো একজন বাংলাদেশির রাজনৈতিক আবেদন মঞ্জুর হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। কিন্তু স্থানীয় রাজনৈতিক বিরোধে প্রতিপক্ষের বিদ্বেষের শিকার হয়ে প্রাণ বাঁচাতে যুক্তরাষ্ট্রে আসেন এবং আশ্রয় প্রার্থনা করেন।
উল্লেখ্য, সম্প্রতি বিপুল সংখ্যক বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন মঞ্জুর হয়েছে। নিউইয়র্ক স্টেটেই ২০২৩ সালের প্রথম ৩ মাসে দেড় হাজার অ্যাসাইলাম আবেদন মঞ্জুর হয়েছে। পূরনো কেসগুলো দ্রুত গতিতে নিষ্পন্ন করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাইডেন প্রশাসন।
অধিকাংশই হয়েছে ইমিগ্রেশন আদালতে। এক্ষেত্রে আদালতে মামলা পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর ভূমিকা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও অ্যাক্সিডেন্ট মামলা পরিচালনায় অ্যাটর্নি মঈন চৌধুরীর খ্যাতি রয়েছে। ি বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক পরিচিত মঈন চৌধুরী ডেমোক্রেটিক পার্টির একজন সিনিয়র নেতা।