৪৫ মিনিটে ধরা পড়েছে সাড়ে ৬ হাজার ভায়োলেশন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩৫ এএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার
লং আইল্যান্ডের সড়কে স্পীড ক্যামেরা
আজকাল রিপোর্ট
লং আইল্যান্ডে ৪৯৫ রুট সহ সংলগ্ন সড়কগুলিতে ৩০টি স্পীড ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্থাপনের পর পরীক্ষামূলকভাবে প্রথম ৪৫ মিনিটে গাড়ির গতি পরীক্ষা করে ৬ হাজার ৫শ ভায়োলেশন রেকর্ড করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। প্রথম অপরাধ হিসেবে ৫০ ডলার করে জরিমানা ধরলে এই ৪৫ মিনিটে জরিমানার অর্থ আদায়ের পরিমান দাঁড়ায় ৩ লক্ষ ২৫ হাজার ডলার।
স্পীড মনিটরিং পাইলট কর্মসুচির আওতায় গত সপ্তাহান্তে এই ক্যামেরাগুলি স্থাপন করা হয়। পর্যায়ক্রমে এখানে জরিমানা ব্যবস্থা কার্যকর করা হবে। প্রথম ৩০ দিন ভায়োলেশনের জন্য শুধু ওয়ার্ণিং দেয়া হবে। এই গ্রেস পিরিয়ডের পর গতি সীমা লংঘনকারীকে প্রথম ভায়োলেশন হিসাবে ৫০ ডলার জরিমানা করা হবে। একই ব্যক্তির দ্বিতীয় ভায়োলেশনের জন্য জরিমানা করা হবে ৭৫ ডলার এবং তৃতীয় ভায়োলেশনের জন্য ১০০ ডলার। পরবর্তী ভায়োলেশনগুলির জন্যও ১০০ ডলার হারেই জরিমানা করা হবে, তবে এই হার চালু থাকবে প্রথম ভায়োলেশনের তারিখ থেকে পরবর্তী ১৮ মাস পর্যন্ত।
জরিমানার অর্থ যারা পরিশোধ করবেন না তাদের জন্য গাড়ির রেজিস্ট্রেশন নবায়ন করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে স্টেট ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস-এর কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন।