শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

উত্তরণের সোপান বেয়ে নতুন পর্বে ‘আজকাল’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:১৪ এএম, ১৩ মে ২০২৩ শনিবার

বিশেষ সম্পাদকীয়

আজ এক নতুন পর্যায়ে উত্তরণ ঘটল পাঠকপ্রিয় পত্রিকা আজকাল-এর। প্রকাশনার পঞ্চদশ বর্ষের মাঝামাঝিতে পৌঁছে ‘আজকাল’ এগিয়ে গেল এক নতুন সম্ভাবনার দ্বারপান্তে। পত্রিকাটির ব্যবস্থাপনায় সূচিত হলো এক গুরুত্বপূর্ণ রদবদল। এ সপ্তাহ থেকে ‘আজকাল’ প্রকাশনার দায়িত্ব হস্তান্তর হলো শাহনেওয়াজ পাবলিকেশন ইনক-এর কাছে। দীর্ঘ পনের বছর সাত মাস ধরে পত্রিকাটি পরিচালনার পর ডিজিটাল ওয়ান মিডিয়া লিমিটেড পত্রিকাটি প্রকাশনার দায়িত্ব তুলে দিল শাহনেওয়াজ পাবলিকেশনের ওপর। ‘আজকাল’-এর পথ পরিক্রমায় এ একটি বিশেষ উল্লেখযোগ্য পদক্ষেপ, এক উজ্জ্বল সম্ভাবনার সোপানে পত্রিকাটির সাহসী পদার্পন।
‘আজকাল’ প্রকাশনার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো একটি নতুন প্রকাশনা সংস্থার, শাহনেওয়াজ পাবলিকেশন ইনকের। এ দায়িত্ব গ্রহণের গুরুত্ব সম্পর্কে পরিপূর্ণ সচেতন থেকে শাহনেওয়াজ পাবলিকেশন পত্রিকাটির আরো উন্নয়ন, আরো আকর্ষণীয় ও সর্বাঙ্গীন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে উপস্থিত হচ্ছে এর অগণিত পাঠকের কাছে। একটি পত্রিকাকে এগিয়ে নেয়ার পথ নিঃসন্দেহে মসৃণ নয়। বিশেষ করে নিউইয়র্কের মতো শহরে সীমিত সুযোগ-সুবিধা ও নানা সীমাবদ্ধতার মধ্যে বাংলা পত্রিকার প্রকাশনা যথেষ্ট চ্যালেঞ্জিং এবং একটি দুরূহ কাজ। এই চ্যালেঞ্জ শাহনেওয়াজ পাবলিকেশন সানন্দে নিজের কাঁধে তুলে নিয়েছে। এই দায়িত্ব গ্রহণে তাদের প্রধান ভরসা পত্রিকাটির পাঠকমহল, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতারা। তাদের সাথে পনেরটি বছর ধরে গড়ে ওঠা সুসম্পর্ক আরো জোরদার করার আকাঙ্খা নিয়েই এগিয়ে চলার পথে পা রেখেছে শাহনেওয়াজ পাবলিকেশন। তাদের সবার জন্য এই নতুন প্রকাশনা সংস্থার দরজা খোলা, তাদের সবাইকে এই সংস্থায় স্বাগত।
কেমন পত্রিকা চায় শাহনেওয়াজ পাবলিকেশন? এ প্রসঙ্গে দ্বিধাহীনভাবে প্রতিষ্ঠানটি জানাতে চায় যে, একটি বস্তুনিষ্ঠ পত্রিকা প্রকাশে যা কিছু বাঞ্ছনীয় নতুন ব্যবস্থাপনায় ‘আজকাল’ তাই করবে। কোন বিশেষ রাজনৈতিক মতাদর্শ দ্বারা এ পত্রিকা প্রভাবিত হবে না, কোন গোষ্ঠী স্বার্থেও এ পত্রিকা পরিচালিত হবে না, কোন মহল বিশেষের উদ্দেশ্য হাসিলের কাজে ‘আজকাল’ ব্যবহৃত হবে না। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সৎসাহস অক্ষুন্ন রাখতে কুন্ঠিত হবে না আজকাল। অনাচার-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং এই প্রবাসের বাংলাদেশি কমিউনিটির স্বার্থের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণকে অব্যাহতভাবে প্রাধান্য দিয়ে যাবে এই পত্রিকা। সব মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘আজকাল’ প্রতিফলিত করবে পক্ষে-বিপক্ষের সকল মতামতকে। ‘আজকাল’ গণমানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী। দল-মত নির্বিশেষে সকল মহলের জন্য খোলা রইবে আজকাল-এর পাতা।
মানগত দিক দিয়ে পত্রিকাকে উন্নততর করার ক্ষেত্রে ‘আজকাল’ থাকবে আপোসহীন। সংবাদ প্রকাশে, বিভিন্ন ধরনের নিবন্ধ বা রাজনৈতিক কলামে পত্রিকাকে সমৃদ্ধ করে তুলতে ‘আজকাল’ সব সময় সচেষ্ট থাকবে। মত-পথের ঊর্ধ্বে থেকে সংবাদপত্রের নীতি হিসাবে আজকাল-এর অবস্থান হবে সকল মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। নিরপেক্ষতা বজায় রাখা হবে পত্রিকার আদর্শ, সত্য প্রকাশে ‘আজকাল’ থাকবে অবিচল।
পরিবর্তিত ব্যবস্থাপনায় ‘আজকাল’ প্রকাশনার এই শুভ মুহূর্তে শাহনেওয়াজ পাবলিকেশন ইনক-এর একান্ত কাম্য পত্রিকাটির সকল শুভানুধ্যায়ী-পৃষ্ঠপোষকদের সহযোগিতা ও সহানুভূতি। ‘আজকাল’ এই প্রবাসের বাঙালি কমিউনিটির কল্যাণে নিবেদিত পত্রিকা। বাংলাভাষী পাঠকদের প্রথম পছন্দ হিসাবে ‘আজকাল’ কমিউনিটিতে সমাদৃত। পত্রিকাটির প্রতি তাদের এই ভালবাসায় আমরা আপ্লুত। তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি, ‘আজকাল’ তাদের পছন্দের পত্রিকা হিসাবে নিজের অবস্থান সমুন্নত রাখবে, বরাবরের মতো তাদের পাশেই থাকবে।