আজাদ বললেন
‘আমি একজন ভালো মানুষ’
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪১ এএম, ২০ মে ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
রিনোভেশন কন্সট্রাকশন এর কর্ণধার মোহাম্মদ এ আজাদ বললেন, ‘আমি নিজে একজন ভালো মানুষ। আমি জ্ঞাতসারে কোন অন্যায় করি না। আমার বিরুদ্ধে কুৎসা রটনা করায় খুব কষ্ট পেয়েছি। দুঃখ পেয়েছি। এর রেজাল্ট তারা একদিন পাবে।’
গত বুধবার নিউইয়র্ক সিটির কয়েকজন বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী আজাদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলনের করেন। অভিযোগকারীদের মধ্যে ছিলেন হোম কেয়ার ব্যবসায়ী আসেফ বারী টুটুল। তিনি ছাড়াও আজাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সরাসরি অভিযোগ আনেন ডা. মাসুদুর রহমান ও লোকমান হোসেন।
মোহাম্মদ আজাদ শনিবার (১৩ মে) আজকালকে বলেন, ‘আমি কোন দূর্নীতি করিনি। কোর্ট আছে। কনজুমার এফেয়ার্স রয়েছে। আমার বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ থাকলে কোর্ট বা কনজুমারস এফেয়ার্সে তারা যেতে পারতেন। সংবাদ সম্মেলন করে আমার ও আমার ব্যবসার ক্ষতি করেছেন তারা। আমার মাল্টিমিলিয়ন ডলারের ব্যবসার ক্ষতি করেছেন। আমাকে ওরা পথে বসাতে চান।’ তিনি বলেন, ‘আমিই আসেফ বারীর কাছে ৬ লাখ ডলার পাই। ডা. মাসুদের কাছে এখনও ২০ হাজার ডলার পাওনা। আসেফ বারী আমার পাওনা না দেয়ার তালবাহানা করছেন।’ তিনি বলেন, ‘আমি মানহানি, অন্যায় ও অবিচারের জবাব দেব।’
শিক্ষাগত যোগ্যতা প্রশ্নে আজাদ বলেন, ‘আমার বোস্টন কলেজের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট রয়েছে। তা নিয়েও ওরা মিথ্যাচার করেছে। আমার স্ত্রী রোকসানা মির্জা একজন প্রতিষ্ঠিত শিল্পী। তাকে বয়কটের আহবান জানিয়েছেন তারা। কোথাও তাকে আমন্ত্রণ না জানাতে কমিউিনিটির প্রতি আহবান জানিয়েছে। এ সবই প্রতিহিংসা।’
তাঁর এইসব বন্ধুস্থানীয়দের সাথে এমন বিবাদ তৈরি হলো কেন প্রশ্ন করা হলে আজাদ বলেন, ‘বুঝতেই পারছেন কেমন বন্ধু তারা। কোন আলোচনা ও সমঝোতার সুযোগ দিল না। মামলা করলো না। জনসন্মুখে হেয় করার জন্য আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো। কিছু লোক জড়ো করে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করলো।’ তিনি বলেন, ‘কোন প্রমাণ ছাড়া তারা আমাকে চোর বাটপার ও বদমাশ বলতে পারেন না। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমার উপদেষ্টা ও শুভাকাক্সক্ষীদের সাথে পরামর্শ করে এক সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি ঠিক করবো।’