মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শহিদ-সাব্বিরদের নাচগানের আসরে মানায়, মসজিদে নয়

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৬ এএম, ২০ মে ২০২৩ শনিবার

পার্কচেস্টার মসজিদে সংবাদ সম্মেলনে জয়নাল-মুর্শেদ পরিষদ

   
আজকাল রিপোর্ট
পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচনে জয়নাল-মুর্শেদ পরিষদের নেতৃবৃন্দ শহিদ-সাব্বির পরিষদের বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেছেন। তারা বলেছেন, শহিদ ও সাব্বিররা পবিত্র মসজিদকে ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের সাংস্কৃতিক ও নাচগানের অনুষ্ঠানে মানায়, পবিত্র মসজিদের নেতৃত্বে মানায় না। তারা বলেন, আমরা আশা করছি কোরবাণীর ঈদের পর নির্বাচন হবে। যদি বিজ্ঞ ভোটাররা শহীদ-সাব্বির প্যানেলকে নির্বাচিত করেন আমরা ফলাফল মাথা পেতে নেব। বর্তমান মসজিদ কমিটি সাথে সাথে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। তবে নির্বাচনের দিন তারিখ নির্ধারণ করার এখতিয়ার নির্বাচন কমিশনের।
১৩ মে শনিবার ব্রংকসের পার্কচেস্টারের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত জয়নাল-মুর্শেদ পরিষদেও এই সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আহিয়া বলেন, শহিদ ও সাব্বিরদের বিভ্রান্তমূলক কর্মকান্ডে ভালো মানুষেরা মসজিদে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। আমরা মসজিদের ঐতিহ্য রক্ষার কাজে নিজেদের সর্মপন করেছি। জয়নাল-মুর্শেদ প্যানেল নির্বাচন করতে করতে প্রস্তুত। মাননীয় আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। রায় অনুসারে ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন হবে। বর্তমান কমিটির কোষাধ্যক্ষ সৈয়দ মুর্শেদ মসজিদের আয় ব্যয়ের হিসেব কম্পিউটার স্ক্রিনে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। প্রত্যেকটি আয় ও খরচের রিসিপ্ট সাংবাদিকদের প্রদর্শন করেন। তিনি বলেন, বিপক্ষ গ্রুপ পরাজয় নিশ্চিত জেনে মামলা দায়ের করে নির্বাচন স্থগিত করেছিল। তারা কমিউনিটিতে মামলাবাজ হিসেবে চিহ্নিত হয়েছেন। মসজিদের ২০ বছরের সুনামকে তারা ধুলিসাৎ করেছেন। এর জবাব ভোটাররা আগামী নির্বাচনে দেবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আহিয়া, জয়নাল-মুর্শেদ পরিষদের সভাপতি প্রার্থী জয়নাল উদ্দীন লায়েক, সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ শাফরিন মুর্শেদ, বর্তমান কমিটির জুয়েল আহমেদ ও সহসভাপতি আব্দুল মতিন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম,তারেক আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ ফটিক, আব্দুল বাছিত, আব্দুল সালাম, ফারুক আহমেদ, হোসেন জামান চৌধুরী প্রমুখ।