মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩১ আগস্টের মধ্যে নর্থ বেঙ্গলের নির্বাচন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৬ এএম, ২০ মে ২০২৩ শনিবার

সাধরণ সভায় ফাউন্ডেশনের কমিটি হয়নি

   
আজকাল রিপোর্ট
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আগামী ৩১ আগষ্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। গত ১৪ মে জ্যামাইকার স্টার কাবাব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ফাউন্ডেশনের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. আব্দুল লতিফ। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ.আলম। বিভিন্ন উস্যুতে উত্তপ্ত এই সাধারণ সভায় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক একজন পূর্ণাঙ্গ সাধারন সম্পাদক নির্বাচন সহ একটি নতুন কমিটি গঠনের পক্ষে মত দেন। তবে সভার সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধান অনুসারে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার ডা. মাসুদুল হাসান এ ব্যাপারে সদস্যদের মতামত জানতে চান। উপস্থিত সদস্যরা হাত তুলে সংবিধান অনুসারে সময় নিয়ে নির্বাচন করার পক্ষে মত দেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুনের মধ্যে সম্পন্ন করতে সদস্য সংগ্রহ। উল্লেখ্য সংগঠনের সদস্য সংখ্যা এখন ৪ শত। সভায় ভার্জিনিয়া প্রবাসী সংগঠনের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জিন্নাহ সহ কয়েকজন বক্তা কিছু নেতার কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন। জনাব জিন্নাহ বলেন, উত্তরবঙ্গের মানুষ খারাপ। তাদের উপরটা এক, আর ভেতরটা অন্য রকম। তিনি বলেন, দুই সপ্তাহ আগে কিছু লোক সংগঠনের সংবিধানকে ফেলে দিয়ে একটা আহবায়ক কমিটি করেছিল। এ নিয়ে অনেক অঘটন হয়েছে, লজ্জাজনক। এ জন্য গত সভা যারা করেছেন তাদের ক্ষমা চাওয়া উচিত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, উপদেষ্টা নাসির আলী খান পল, ইঞ্জিনিয়ার মিজানুল হাসান, ডা. রুহুল কুদ্দুস, এডভোকেট আব্দুর রশীদ, আবু তাহের, মোজাফ্ফর হোসেন, আব্দুস সালাম, মজিব উদ্দীন ঝন্টু, দবিরুল ইসলাম, আদান ইসলাম, আব্দুল মজিদ আকন্দ, কাওসার আলী, জাহাঙ্গীর আলম, আজিজুল হক মুন্না, শাহাবুদ্দিন বাচ্চু, জহিরুল ইসলাম টুকু, ডা. নার্গিস রহমান ও শাহনাজ বেগম।