তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:১৬ এএম, ৩ জুন ২০২৩ শনিবার
যুক্তরাষ্ট্রের আগাম ভিসা নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করবে পাঁচটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো হলো, আদিলুর রহমানের মানবাধিকার সংস্থা ‘অধিকার’, সৈয়দা রেজওয়ানা হাসানের পরিবেশ আইনবিদ সংস্থা ‘বেলা’, গুমের শিকার পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’, বদিউল আলম মজুমদারের নাগরিক প্লাটফর্ম ‘সুশাসনের জন্য নাগরিক-সুজন’ এবং শ্রম অধিকার সংস্থা ‘সলিডারিটি সেন্টার’। এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সাহায্যপুষ্ট। তবে বাংলাদেশ সরকার মনে করে, এগুলি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট সংগঠন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ২৪ মে ঘোষণা করেন যে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় যারা বাধা দেবে, যুক্তরাষ্ট্র তাদের ভিসা দেবে না। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু একটি সাক্ষাৎকার মারফত যুক্তরাষ্ট্রের ঘোষণার ব্যাখ্যা দেন। ২৫ মে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রথমে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের ভিসানীতির ব্যাখ্যা করেন। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান পিটার হাস। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন হাস।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত হাসকে বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয়। পররাষ্ট্রমন্ত্রী হাসকে জিজ্ঞাসা করেন, ভিসা নিষেধাজ্ঞা কি যুক্তরাষ্ট্র আরও কোনও দেশের ওপর দিয়েছে কিনা। ভিসা নীতি ওই সকল দেশে কতটা কার্যকর হয়েছে। জবাবে হাস বলেন, সোমালিয়া, নাইজেরিয়াতেও একই ভিসানীতি চালু করে কোনও সাফল্য পাওয়া যায়নি। পররাষ্ট্রমন্ত্রী আরও জানতে চান, ভিসানীতি কার্যকর করার জন্যে সঠিক যাচাই করার মতো যুক্তরাষ্ট্রের কোন সামর্থ আছে কিনা। জবাবে হাস বলেন, পাঁচটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করা হবে। যদিও হাস এসব প্রতিষ্ঠানের নাম বলেননি। তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে।