বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:২২ এএম, ৩ জুন ২০২৩ শনিবার


জেলখানায় রাখা হবে মাইগ্রান্টদের
 
আজকাল রিপোর্ট
নিউইয়র্কের বিভিন্ন কাউন্টিতে পাঠানো এসাইলাম প্রার্থীরা নিউইয়র্ক সিটিতে ফিরে আসছেন। গত মাসে মেয়র এরিক এডামস সিটিতে আবাসন সংকটের কারণে স্টেটের কাউন্টিগুলোতে তাদের স্থানান্তর ও বিভিন্ন হোটেলে সিটির অর্থায়নে রাখার ব্যবস্থা করেছিলেন। খাবারের ব্যবস্থাও ছিল সিটির অর্থে। এরি, রকল্যান্ড, ওরেঞ্জ, ডাচেস ও সালিভিয়ান কাউন্টিতে তাদের পাঠানো হয়। কিন্তু স্থানীয়ভাবে অভিবাসন আশ্রয়প্রার্থীদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। কাউন্টিগুলোতে তাদের পাঠানোর বিরুদ্ধে মামলা মোকদ্দমাও হয়েছে।
এই পরিস্থিতিতে বিভিন্ন কাউন্টিতে বসবাসরত এসাইলাম প্রার্থীরা ভালো নেই। তারা বাইরে বের হলেই স্থানীয় লোকজন তাদের কটাক্ষ করে কথা বলে। অনেকেই চিৎকার করে বলে ‘গো ব্যাক ইয়োর কান্ট্রি’। এসাইলিরা সেখানে নিরাপদও অনুভব করছেন না। তাই তারা সিটিতে ফিরে আসতে উদগ্রীব।
ওরেঞ্জ কাউন্টির নিউবার্গস্থ হোটেল থেকে বেশ কয়েকজন সিটিতে ফিরে এসেছেন। ওরেঞ্জ কাউন্টির আইনপ্রণেতা কোভন লুযান বলেছেন, এসাইলিদের অনেকেই সিটিতে ফিরে যেতে চাচ্ছে। তারা মনে করছে, এখানে তারা নিরাপদ নয়। কমিউনিটি তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করছে না।
এদিকে মাইগ্র্যান্টদের আবাসিক সমস্যা সমাধানে গর্ভনর ক্যাথি হোকুল সিটি মেয়রকে জেলখানা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, মাইগ্র্যান্টরা ক্রিমিনাল নন। কোন অপরাধও করেনি। সাময়িকভাবে সেখানে তাদের রাখার ব্যবস্থা করতে হবে। গত রোববার গভর্নর হোকুল লিংকন মেমোরিয়াল কারেকশন ফ্যাসিলিটিকে মাইগ্রান্টদের থাকার জায়গা হিসাবে ব্যবহারের অনুমতি দিয়েছেন। তবে সেখানে শুধু প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ থাকবে। কোন অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে সেখানে থাকতে পারবে না। সেখানে পাঁচশ মাইগ্র্যান্টের স্থান সংকুলান হবে। তাদেরকে সেলে ঢুকানো হবে না। সিটিতে বর্তমানে ৭০ হাজার এসাইলাম প্রার্থী রয়েছে। মেয়র এডামস এই সামারে প্রায় ৫০টি শেল্টার খুলবেন এসাইলদের জন্য।