রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১৩ ১৪৩১   ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৯ এএম, ১০ জুন ২০২৩ শনিবার


থাকবেন এক মাস

যুক্তরাষ্ট্রে আসার আগে
বিভিন্ন দলের সাথে
দফায় দফায় বৈঠক

 
মনোয়ারুল ইসলাম
রাষ্ট্রদূত পিটার হাস ওয়াশিংটনে আসছেন। কিন্তু কি নিয়ে আসছেন তিনি? কি থাকছে তাঁর ফাইলে?  কি বার্তা তিনি দেবেন ওয়াশিংটনকে? বাংলাদেশে নিযুক্ত আমেরিকার এই রাষ্ট্রদূত গত একটি সপ্তাহ ধরে ‘শাটল ডিপ্লোমেসি’ সারলেন ঢাকায়। সরকারি দল আওয়ামী লীগ, রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি, সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সাথে দফায় দফায় বৈঠক করেছেন তিনি। যাদের সাথে বৈঠক করেছেন তাদের মধ্যে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ ছাড়াও তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে।  
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ মাসেই পিটার হাস আসছেন ওয়াশিংটনে। এর আগে সেরে নিচ্ছেন হোমওয়ার্ক। গভীরভাবে জানার ও বোঝার চেষ্টা করছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট। বাইডেন প্রশাসনের সবুজ সংকেতেই তাঁর কূটনৈতিক দৌঁড়ঝাপ চলছে। তিনি বেশ কিছু সময় থাকবেন যুক্তরাষ্ট্রে। প্রায় এক মাসের কাছাকাছি। বাংলাদেশের রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা তীক্ষè নজর রাখছেন পিটার হাসের ওপর। তাদের গতিবিধিও রাষ্ট্রদূতের সমান্তরালে। তারা এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, একটি ফর্মূলা বা প্রেসক্রিপশন হাসের ফাইলে থাকছে এটা নিশ্চিত। ওয়াশিংটন ও বাইডেন প্রশাসন এর ওপর কিভাবে কাজ করবে তা সামনের দিনগুলোতে দেখার অপেক্ষায় থাকতে হবে।