শরণার্থী আশ্রয় দিলে মাসে ৩ হাজার ডলার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৫৩ এএম, ১০ জুন ২০২৩ শনিবার
৩০ কাউন্টির বিরুদ্ধে মেয়রের মামলার হুমকি
আজকাল রিপোর্ট
ইমিগ্র্যান্টদের আশ্রয়দানে বাধা দেয়ার জন্য স্টেটের ত্রিশটি কাউন্টির বিরুদ্ধে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস মামলা করার ঘোষণা দিয়েছেন। নিউইয়র্ক সিটি রাজনৈতিক আশ্রয়প্রার্থী ইমিগ্র্যান্টদের বাসস্থানের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে। তাদের রাখার মতো কোন যায়গা পাওয়া যাচ্ছে না। হোটেলগুলো ভরে গেছে। সিটি ইতোমধ্যেই সিটি ৪৭ হাজার ২ শত এসাইলির বাসস্থান যোগাড় করেছে। রিপাবলিকান শাসিত বিভিন্ন স্টেট থেকে প্রতিদিনই ইমিগ্র্যান্টদের পাঠানো হচ্ছে। তাদের বাসস্থানের সংকট মোকাবেলা করতেই স্টেটের বিভিন্ন কাউন্টিতে অবস্থিত হোটেলগুলো ভাড়া নিচ্ছিল সিটি কর্তৃপক্ষ। কিন্তু ৩০টি কাউন্টি এক্সিকিউটিভ অর্ডার জারি করে হোটেলগুলো ভাড়া নিতে নিষেধাজ্ঞা দেয়। স্থানীয় কমিউনিটির আইনশৃংখলার অবনতি ও নিরাপত্তার অজুহাত তুলে এই আদেশ জারি করে। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এ মামলা করবেন মেয়র এডামস।
তিনি এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্র্যান্ট ক্রাইসিস একটি মানবিক ইস্যু। এটির দায়দায়িত্ব পুরো স্টেটের। নিউইয়র্ক সিটি একা এ ভার বহন করতে পারে না। তারপরও রিলোকেটড মাইগ্র্যান্টদের থাকা খাওয়ার সকল খরচ সিটি বহন করবে। এরপরও কাউন্টিগুলো হোটেল ভাড়া নিতেও বাধা দিচ্ছে। তাদের এ আচরণ মানবিকতা বিরোধী। এটি মেনে নেয়া যায় না।
এদিকে নিউ ইয়র্ক সিটি তার বাসিন্দাদের প্রতি ইমিগ্র্যান্টদের মানবিক সহায়তা দেবার আহবান জানিয়েছে। মেয়র এডামস বলেছেন, নিউইয়র্ক সিটিতে কেউ তার বাসাবাড়িতে একজন ইমিগ্র্যান্টকে বসবাসের সুযোগ দিলে প্রতিদিন ১০০ বা ১২৫ ডলার করে দেয়া হবে। অর্থাৎ প্রতিমাসে ৩ হাজার ডলারেরও বেশি। ২ জন এসাইলিকে থাকার জায়গা দিলে পাবেন মাসে ৭ হাজার ডলার।
প্রাথমিকভাবে চার্চ ও মসজিদগুলোতে এসাইলিদের রাখা শুরু হবে আগামী মাস থেকে। এতে প্রতিজনের জন্য খরচ হবে ১২৫ ডলার। এটি চালু হলে মসজিদ ও চার্চগুলোও অর্থনৈতিকভাবে লাভবান হবে। প্রতিটি চার্চে বা মসজিদে সর্বোচ্চ ২০ জন এসাইলি থাকতে পারবেন। বাসাবাড়িতে তাদের রাখার ব্যাপারে সিটি কাউন্সিল নীতিমালা তৈরির চিন্তা করছে। সিটি মনে করে, হোটেলে রাখার চেয়ে এটি অনেক সাশ্রয়ী হবে।