বাক-বিতন্ডায় ফোবানার সংবাদ সম্মেলন পন্ড
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৫৬ এএম, ১০ জুন ২০২৩ শনিবার
গিয়াস-শাহনেওয়াজের স্টিয়ারিং
কমিটি বহাল রাখতে ঐকমত্য
আজকাল রিপোর্ট
ফোবানার অভ্যন্তরীণ সংকট নিরসনে বিরোধীয় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্থাপিত হয়েছে গত ৬ জুন মঙ্গলবার ফোবানার এক সাংবাদিক সম্মেলনে। সমঝোতা অনুযায়ী মন্ট্রিয়ল কনভেনশন পরবর্তী চেয়ারম্যান গিয়াস আহমেদ এবং সদস্য সচিব শাহনেওয়াজের নেতৃত্বে গঠিত স্টিয়ারিং কমিটির নেতৃত্বেই ফোবানার পরবর্তী কার্যক্রম পরিচালনার এবং ২৩ সদস্যের এই কমিটিকেই পরবর্তী কমিটি গঠনের দায়িত্ব দিতে দুই পক্ষ সম্মত হন।
বিরোধীয় একটি পক্ষের চেয়ারম্যান আলী ইমাম শিকদার এবং সদস্য সচিব শাহনেওয়াজ আহুত এদিনের সংবাদ সম্মেলন চলাকালে গিয়াস আহমেদের নেতৃত্বে অপর পক্ষের সমর্থকরা অনুষ্ঠানে এস উপস্থিত হন এবং আলী ইমাম শিকদারের চেয়ারম্যানশীপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে দুই পক্ষের তুমুল বাক-বিতন্ডার মধ্যে সংবাদ সম্মেলন মূলত পন্ড হয়ে যায়। আলী ইমাম শিকদার দ্রুত সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। জ্যাকসন হাইটস ৩৫ এভিনিউয়ের গোল্ডেন এজ লাক্সারি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আলী ইমাম শিকদারের স্বাগত বক্তব্যের পর শাহ্নেওয়াজ লিখিত বক্তব্য পাঠ করেন। এর পর সাংবাদিকদের প্রশ্নোত্তরের মধ্যেই গিয়াস আহমেদ সদলবলে এসে উপস্থিত হলে সংবাদ সম্মেলন আর চলতে পারেনি।
অতঃপর বিবদমান দুই পক্ষ ব্যাপক বাক-বিতন্ডায় লিপ্ত হলে সদস্য সচিব শাহনেওয়াজ বিরোধ নিষ্পত্তিতে একটি সমঝোতার ফর্মুলা দিয়ে বক্তব্য দেন। তার বক্তব্য সবাই মেনে নেন এবং বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই সমঝোতা অনুযায়ী মন্ট্রিয়ল কনভেনশন পরবর্তী সময়ে গঠিত গিয়াস আহমেদ-শাহনেওয়াজ স্টিয়ারিং কমিটিই ফোবানার দায়িত্বে বহাল থাকার এবং এদের হাতেই পরবর্তী কমিটি গঠনের দায়িত্ব অর্পনের ব্যাপারে সবাই একমত হন।
জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদসহ ফোবানার বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মোহাম্মদ হোসেন খান, কাজী আশরাফ হোসেন (নয়ন), মিজানুর রহমান ভূইয়া (মিলন্টন ভূইয়া), কাজী আজম, ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার আকাশ রহমান, নিশান রহীম, খন্দকার ফরহাদ, ওয়াহিদ কাজী এলিসন, সৈয়দ এনায়েত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।