শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে জেমসের দর্শক-মাতানো কনসার্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৮ এএম, ১০ জুন ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট
শোটাইম মিউজিক অ্যান্ড প্লে’র (এসএমপি) আয়োজনে গত ৪ জুন রোববার অনুষ্ঠিত হলো জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউল খ্যাত জেমসের লাইভ ইন কনসার্ট। জ্যামাইকার অ্যামাজুরা হলে এদিন সন্ধ্যার কনসার্টে জেমস ১৩টি গান গেয়ে দর্শক-শ্রোতাদে মাতিয়ে রাখেন।
কনসার্ট শেষে জেমসকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমার এবং যুক্তরাষ্ট্রের মূলধারার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
লাইভ ইন কনসার্টে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও  মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ।  এই অনুষ্ঠানের জন্য শোটাইমকে ধন্যবাদ জানিয়ে তিকনি বলেন, আজ যে তারুণ্যের উচ্ছ্বাস দেখছি তা ধরে রাখতে হবে।
অনুষ্ঠানের শুরুতে শোটাইম মিউজিকের আলমগীর খান আলম বলেন, জেমসের লাইভ গান শোনার জন্য আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসীরা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন। তিনি বলেন, তাকে নিয়ে  অনুষ্ঠান করার এই সাফল্য শুধু আমার নয়, এর পেছেনে সকল পৃষ্ঠপোষক, সংবাদকর্মী ও নেপথ্যে কলাকূশলীবৃন্দ।
জেমস শুরু করেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে। গেয়ে চলেন দিওয়ানা মাস্তানা, গুরু ঘর বানাইলা কী দিয়া, এর পরে গাইলেন ‘মা’, মীরা বাঈ, তারায় তারায়, পাগলা হাওয়ায়। সবার শেষের দিকে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’।
জেমসের গান শোনার জন্য নিউ ইয়র্ক ছাড়াও পার্শ্ববর্তী কানেকটিকাট, নিউ জার্সি ও পেনসিলভেনিয়া থেকে প্রবাসীরা ছুটে আসেন। গান শোনার পাশাপাশি জেমসকে এক নজর দেখার জন্য বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ছুটে আসেন তার ভক্তরা।
   
প্রায় চার বছর পর নিউইয়র্কে ওপেন এয়ার কনসার্টে অংশ নিলেন জেমস। এর আগে ২৮ মে রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রথম ওপেন এয়ার কনসার্টে প্রায় ১৫ হাজার দর্শককে মাতিয়ে রাখেন তিনি।