বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদে স্কুল ছুটির জন্য কাজ করছে ‘বাগ’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১৫ এএম, ১০ জুন ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট
বাংলাদেশি আমিরিকান এডভোকেসি গ্রুপের (বাগ) এক সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেছেন, পবিত্র ঈদগুলোতে স্টেটওয়াইজ স্কুল কলেজ বন্ধ রাখার জন্য আমরা মূলধারায় কাজ করছি। আশা করছি, সহসাই এ লক্ষ্যে আলবোনীতে আইন পাস হবে। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ বলেন, বাগ-এর মতো এত সুসংগঠিতভাবে কোন সংগঠন মূলধারায় সম্পৃক্ত হতে পারেনি। তাদের নেতৃত্ব উদাহরণ তৈরি করেছে। এটা বাংলাদেশি কমিউনিটির জন্য মর্যাদার ও গৌরবের।
গত সোমবার ৫ জুন জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্টে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান জয়নাল আবেদিন আরো বলেন, আমরা অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় বড় উৎসবেও স্কুল বন্ধ রাখাকে সর্মথন করি। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়ের জন্য কাজ করছি। বাগ-এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল ভূইঁয়া বলেন, ১৩ বছর ধরে আমরা স্টেট কংগ্রেসের সাথে কাজ করছি। কমিউনিটির কল্যাণে লেজিসলেটিভ এজেন্ডা তৈরি ও তা বাস্তবায়নে আমরা তৎপর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেবুল মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক শাহানা মাসুম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহতাব খান, মোঃ শাহজাহান, দিলরুবা,নাসরিন ও মেজবাহ উদ্দিন।