বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ন্যাটোর চেয়ে রাশিয়ার অস্ত্র বেশি, সতর্কবার্তায় যা বললেন পুতিন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৯ এএম, ১৮ জুন ২০২৩ রোববার

 রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ন্যাটোভুক্ত দেশগুলো যদি ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখে, তা হলে পরিস্থিতি ‘গুরুতর বিপদের’ দিকে যাবে। ন্যাটোর চেয়ে আমাদের কাছে বেশি অস্ত্র মজুদ রয়েছে।’ খবর সিএনএন এর।

শুক্রবার সেন্টপিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি একথা বলেন। পুতিন বলেন, ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র বেলারুশে স্থানান্তর করা হয়েছে। সোভিয়েত ইউনিয়ন পতনের এই প্রথম রাশিয়ার পারমাণবিক অস্ত্র দেশের সীমার বাইরে স্থানান্তর করা হলো।’
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘চলতি গ্রীষ্মের মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রতিস্থাপনের কাজ শেষ হবে।’ অন্যদিকে, এর জবাবে মার্কিন পরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে- এমন কোনো আলামত দৃশ্যমান হয়নি।’