নিখোঁজ টাইটানের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৯ এএম, ২৩ জুন ২০২৩ শুক্রবার
আটলান্টিক মহাসাগরের তলায় টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যটকদের দেখাতে ডুব দিয়েছিল যে ডুবোযান, সেই টাইটানের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করেছে মার্কিন কোস্ট গার্ড। বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।
তবে এই ধ্বংসাবশেষ নিখোঁজ ডুবোযানের কি না, তা এখনো স্পষ্ট নয়। কোস্টগার্ডের এক বিবৃতির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গবেষকদের পাঠানো দূর থেকে পরিচালিত হরাইজন আর্কটিকের একটি আরওভি আটলান্টিকের তলদেশে একটি ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।
বিশেষজ্ঞরা ওই এলাকাটি পর্যবেক্ষণ করছেন। মার্কিন কোস্টগার্ড স্থানীয় সময় বিকেল ৩টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে।
এক টুইটবার্তায় মার্কিন কোস্টগার্ড (নর্থইস্ট) জানায়, 'টাইটানিকের কাছে একটি আরওভি ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছে। সম্মিলিত কমান্ডের বিশেষজ্ঞরা তথ্য যাচাই-বাছাই করছেন।'
আরেকটি আরওভি জুলিয়েট নিউজার্সি থেকে রওনা হচ্ছে। এটির ২০০ ঘণ্টা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ খোঁজের অভিজ্ঞতা আছে।
কোস্টগার্ড বলছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে।