শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সব প্রশংসা মহান আল্লাহর

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৯ এএম, ২৩ জুন ২০২৩ শুক্রবার

কত সুন্দর এই পৃথিবী, কত রঙিন এই আসমান ও জমিন। ফজরের সময় যখন ঘুম থেকে উঠি, স্নিগ্ধ ‎হাওয়ায় আমাদের মন জুড়িয়ে যায়।

একটু বাদে যখন সূর্যিমামা উঁকি মারে, মিহি আলোয় সব রঙিন হয়ে ‎পড়ে। মোরগ ডাকে, মৌমাছি ফুলে ফুলে খুঁজে বেড়ায় মধু, আর মানুষ বেরিয়ে যায় রোজগারের তালাশে। ‎তারপর সূর্যের যখন তেজ বেড়ে যায়, গাছে গাছে ফুঠে ওঠে শ্যামলিমা—পৃথিবীকে মনে হয় এক সবুজ ‎সাগর, আর আমরা যেন মাছ!‎

এত সুন্দর এই পৃথিবীর সৃষ্টিকর্তা অদ্বিতীয় একজন—তিনি আল্লাহ। বড়ো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিগন্তের ‎যতদূরে চোখ যায়, কিংবা রাতের আকাশে যতটা তারা গুণতে পারি—এসবের বাইরেও আমাদের অদেখা ‎যতকিছু আছে, তার সবই তিনি সৃষ্টি করেছেন। তার কুদরতি হাতের ছোঁয়ায় জগৎ পেয়েছে রঙ, মানুষ ‎পেয়েছে বুদ্ধিমত্তা।

তিনিই আকাশের চোখে লাগিয়েছেন নুরের কাজলকালো সুরমা আর জমিনকে ‎বানিয়েছেন রিজিকের দস্তরখান। এই সৌন্দর্যে যখনই চোখ বুলাই, আপনাআপনিই মুখ থেকে বেরিয়ে ‎আসে—‘সমস্ত প্রশংসা আপনার। আপনিই কেবল শক্তিমান, আপনি ছাড়া নেই কোনো মাবুদ—উপাসনার ‎উপযোগী।’‎

তিনি আমাদের রব, তিনিই বিচার দিবসের মালিক। আমরা কেবল তারই এবাদত করি, তার কাছেই ‎সাহায্য প্রার্থনা করি। ‎তার জন্য নামাজ পড়ি, হালাল-হারাম মেনে চলি, আর তারই গুণগান গাই। ‎আসমান-জমিনে এমন অনেক ফেরেশতা আছেন—যারা দিনরাত কেবল আল্লাহর প্রশংসা গায়।

আমরা যদি ‎সব ছেড়েছুড়ে সারাদিন সারারাত শুধু আল্লাহর প্রশংসা করি, তবু তার শুকরিয়া আদায় করে শেষ করত ‎পারব না। তিনি রহমানুর রহিম—পরম করুণাময় অতিশয় দয়ালু। আমরা সবাই তার নেয়ামতের চাদরে ‎আচ্ছাদিত, তিনিই আমাদের খাবার খাওয়ান, ঘুম পাড়ান।

তার হুকুম ছাড়া এই মহাবিশ্বে কোনো ঘটনাই ‎ঘটে না, তার অবগতি ছাড়া একটি পাতাও নড়ে না। তাই আমরা যা কিছুর প্রশংসাই করি না কেন, সকল ‎প্রকার প্রশংসার একমাত্র প্রাপ্য তিনি আল্লাহ। ‎