মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে সম্মানিত হলেন বাংলাদেশের তারকা দম্পত্তি হিমেল-মৌলি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৩১ এএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার

একজন দেশসেরা গোলরক্ষক; যিনি দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে খেলেছেন, ফুটবলে এখনো আছেন। অপরজন নারীদের অগ্রগতি-উন্নতিতে এক যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনলাইন বিজনেসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বলছি তারকা দম্পত্তি দেশসেরা গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল এবং নারী উদ্যোক্তা মারুফ হক মৌলির কথা।
জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার, সম্মান-সম্মাননায় ভূষিত হয়েছেন তারা। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের আলোকিত করেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে সম্মানজনক পুরস্কার ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন এই জুটি। গেল ১৮ জুন বাংলাদেশ অ্যামেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস আয়োজিত আনন্দমেলা অনুষ্ঠানের শেষ দিনে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখা সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জমকালো সেই অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় হিমেলকে এবং একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে মৌলিকে পুরস্কৃত করা হয়। তারকা এই দম্পত্তির হাতে পুরস্কার তুলে দেন মার্কিন কংগ্রেস ওমেন জোডি চ্যু। লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে এক ঝাঁক দেশি এবং প্রবাসী তারকা বাংলাদেশি শিল্পীরা নাচে-গানে দর্শকদের মাতিয়ে তোলেন।
মিথুন চৌধুরী এবং নীল হুরেরজাহান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশি তারকা শিল্পীদের মধ্যে মোশাররফ করিম, কাবিলা, সাজু খাদেম, এস আই টুটুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের সভাপতি পল ক্রিকরিন, আনন্দমেলার প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ আলী, চেয়ারম্যান মোয়াজ্জেম চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনলাইন ব্যবসায়ীদের মধ্যে মারুফা হক মৌলি অগ্রগণ্য একটি নাম। প্রথম সারির ফ্যাশন উদ্যোক্তা তিনি।
তাঁর তৈরি আরজেএইচএম ক্রিয়েশনস ও বি স্টাইলিশ বাই—পরিচিতি দুটি নাম। শুধু অনলাইনে ব্যবসায় না; বনানী, ধানমন্ডির মতো জায়গাতে বেশ কয়েকটি শোরুমও দিয়ে ফেলেছেন এই নারী উদ্যোক্তা। এর আগে পোশিয়ান কনফারেন্স লিডিং বাই এক্সাম্পল অ্যাওয়ার্ড (অন লাইন ভোটিং এক নম্বর নির্বাচিত) জয়ী মৌলি যুক্তরাষ্ট্রে নিজের পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে বলেন, ‘পুরস্কার সব সময়ই দায়িত্ব এবং কর্তব্যকে আরো বাড়িয়ে দেয়। সার্টিফিকেট অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিল। আমি খুবই গর্বিত যে এখানকার (লস অ্যাঞ্জেলেস) কংগ্রেস ওমেন আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছেন। আমাকে নারী উদ্যোক্তা হিসেবে এবং আমার হাজবেন্ডকে ক্রীড়াদিব হিসেবে।’

তারকা গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল বলেন, পুরস্কার প্রাপ্তির অনুভূতি আসলে ভাষায় প্রকাশের নয়। এর আগে কোনো ফুটবলার মার্কিন কংগ্রেস ওমেনের কাছ থেকে পুরস্কার পাননি। এবারই প্রথম। এটি আমার খেলোয়াড়ি জীবনের এখন পর্যন্ত সেরা পুরস্কার।’