কোরআন পোড়ানোর নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
পোপ ফ্রান্সিস বলেছেন, মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানো তাকে ক্ষুব্ধ ও বিরক্ত করেছে। তিনি বলেন, ‘বাক স্বাধীনতার একটি রূপ হিসাবে সু্ইডেনে এধরনের অপকর্মের নিন্দা ও প্রত্যাখ্যান করছি। ‘ জেরুজালেম পোস্ট
গত সপ্তাহে সুইডেনের রাজধানী স্টকহোমে ঈদের জামাত চলাকালে মসজিদের বাইরে দাঁড়িয়ে এক ব্যক্তি একটি কোরান ছিঁড়ে পুড়িয়ে ফেলে।
সোমবার প্রকাশিত সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র আল ইত্তিহাদে এক সাক্ষাৎকারে পোপ বলেন, “পবিত্র বলে বিবেচিত যে কোনো বইকে যারা এতে বিশ্বাসী তাদের সম্মান করা উচিত। আমি এধরনের কাজে রাগান্বিত এবং বিরক্ত বোধ করি। বাক স্বাধীনতাকে কখনই অন্যদের ঘৃণা করার উপায় হিসাবে ব্যবহার করা উচিত নয় এবং এটিকে প্রত্যাখ্যান এবং নিন্দা করার অনুমতি দেওয়া উচিত।”
সুইডিশ পুলিশ কোরান বিরোধী বিক্ষোভের জন্য সাম্প্রতিক বেশ কয়েকটি আবেদন প্রত্যাখ্যান করলেও দেশটির আদালত সেই সিদ্ধান্তগুলিকে বাতিল করে বাকস্বাধীনতা খাতিরে এধরনের অপকর্মের সুযোগ করে দিয়েছে।
রোববার বিশ্বের ৫৭টি মুসলিম দেশের পক্ষ থেকে কোরানের অবমাননামূলক কাজগুলি প্রতিরোধ করার জন্য সম্মিলিত ব্যবস্থা নেওয়া এবং ধর্মীয় বিদ্বেষ বন্ধ করতে আন্তর্জাতিক আইন ব্যবহার করা উচিত বলে এক বিবৃতি দিয়েছে ওআইসি।