সোমবার ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
মার্কিন আবহাওয়াবিদদের নেওয়া প্রাথমিক পরিমাপ অনুসারে প্রথমবারের মতো বিশ্বের গড় উষ্ণতা গত সোমবার (৩ জুলাই) ১৭ ডিগ্রি সেলসিয়াস (৬২.৬ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়েছে। আগের গড় উষ্ণতার রেকর্ড অতিক্রম করায় সোমবার ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন। মঙ্গলবার (৪ জুলাই) তারা এ কথা জানান।
ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এর সঙ্গে সংযুক্ত একটি সংস্থার মাধ্যমে ৩ জুলাই গ্রহের পৃষ্ঠের বায়ুর গড় দৈনিক তাপমাত্রা ১৭.০১ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এই পরিমাপটি গত বছরের ২৪ জুলাই সেট করা আগের দৈনিক রেকর্ড (১৬.৯২ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে।
পৃথিবীর গড় বায়ুর তাপমাত্রা বছরের যে কোনো দিন প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াস এবং মাত্র ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে ওঠানামা করে। ১৯৭৯ থেকে ২০০০ সালের জুলাইয়ের শুরুতে এই গড় উষ্ণতা ছিল ১৬.২ডিগ্রি সেলসিয়াস।
রেকর্ডটি এখনও অন্যান্য পরিমাপের দ্বারা নিশ্চিত করা হয়নি, তবে উত্তর গোলার্ধের গ্রীষ্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শিগগিরই এই রেকর্ড ভেঙে যেতে পারে। গড় বৈশ্বিক তাপমাত্রা সাধারণত জুলাইয়ের শেষ বা আগস্টের শুরু পর্যন্ত বাড়তে থাকে। সূত্র: বাসস