বাইডেনের বিরুদ্ধে মামলা করা কে এই রাব্বী আলম!
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
আজকাল রিপোর্ট -
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা দায়েরকারী কে এই রাব্বী আলম? তার এই মামলা কমিউনিটিতে কৌতুকের সৃষ্টি করলেও এ ঘটনায় তিনি যে আলোচনার ঝড় তুলেছেন তা অনস্বীকার্য। বাংলাদেশ নিয়ে মার্কিন ভিসা নীতি ঘোষণা করায় সম্প্রতি তিনি জো বাইডেনসহ স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করে লোকচক্ষুতে এসেছেন। আত্মপ্রচারণাই তার এই মামলা দায়েরের উদ্দেশ্য বলে সবাই নিশ্চিত হয়েছেন।
মিশিগানে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক রাব্বি আলম সম্পর্কে যতটুকু জানা গেছে তাতে তার ভাবমূর্তি সম্পর্কে নেতিবাচক ধারণাই পাওয়া গেছে। কমিউনিটিতে ঠকবাজ ও মামলাবাজ হিসেবে তার পরিচিতি রয়েছে। তিনি নিজেকে ডক্টরেট পরিচয় দেন এবং নামের আগে ডক্টরেট কথাটি লিখে থাকেন। বাড়ি ভাড়া না দিয়ে বছরের পর বছর বসবাসের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে নিজেকে দাবি করেন তিন। কিন্তু গত ৫ জুলাই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য তিনি হয়তো মামলা করেছেন।
এদিকে আমেরিকান নাগরিক হয়ে অন্য দেশের সাথে আমেরিকার নীতির বিষয়ে মামলা করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কমিউনিটির পরিচিত মুখ খান শওকত বলেছেন, আমেরিকার নিম্ন আদালত সবার জন্য উন্মুক্ত। কোন অভিযোগের আবেদন নিয়ে গেলে আদালত সিরিয়াল নম্বর দিয়ে তা বক্সে জমা দিতে বলেন। রাব্বি তাই করেছেন। এটা মামলা হিসেবে গৃহীত হয়নি। তবে তিনি এটিকে মামলা বলে প্রচার করছেন। খান শৗকত বলেন, প্রকৃত অর্থে মামলা নয় এটাকে অভিযোগ বলা যেতে পারে। এর আগে তিনি আল জাজিরার বিরুদ্ধেও মামলা করেছিলেন।
গতকাল বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে বলেছে, এক বছর আগে সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি পরিচয়দানকারী রাব্বি আলমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তার উত্তর তিনি দেননি। তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো এবং একই সাথে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।