রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিল ইরান

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৯ এএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার

বছর চারেক আগে মাঠে বসে ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে ভয়ানক এক ঘটনা ঘটেছিল ইরানে। ২০১৯ সালে ছেলেদের ছদ্মবেশে স্টেডিয়ামে গিয়ে গোপনে খেলা দেখেছিলেন ইরানের নারী ফুটবলপ্রেমী সাহর খোদাইরি। এই ‘অপরাধে’ কারাবাসের শাস্তি হতে পারে- অনুমান করে পরবর্তী সময়ে তিনি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন! সেই ইরানের মেয়েরা এবার পেলেন মাঠে বসে খেলা দেখার অনুমতি।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ফুটবল এবং অন্যান্য খেলাধুলায় স্টেডিয়ামে মেয়েদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়।
 বিশেষ উপলক্ষ ছাড়া গ্যালারিতে বসে মেয়েদের ফুটবল ম্যাচ দেখাও নিষিদ্ধ ছিল। যদিও এ বিষয়ে লিখিত কোনো আইন নেই। এরপর অনেক প্রতিবাদ, আন্দোলন-সংগ্রাম করেছেন ইরানের মেয়েরা। যার ফলে এলো পরিবর্তন।
 গতকাল রবিবার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ বলেছেন, ‘এ বছর লিগের অন্যতম আকর্ষণ হলো, স্টেডিয়ামের গ্যালারিতে নারীদের দেখা যাবে।’

ইরানের শীর্ষ লিগের ড্র অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারের সময় এই মন্তব্য দেন মেহেদী তাজ। তার কথা অনুযায়ী, আগামী মৌসুম থেকে ইরানের মেয়েরা গ্যালারিতে বসে ফুটবল ম্যাচ দেখতে পারবেন। ইস্পাহান, কেরমান ও আহবেজ শহরের স্টেডিয়ামগুলোর গ্যালারিতে মেয়েদের খেলা দেখার ব্যবস্থা আছে।
তবে রাজধানী তেহরান নিয়ে তিনি কিছু বলেননি। আগস্টে ইরানি ফুটবলের নতুন মৌসুম মাঠে গড়ানোর কথা আছে। উল্লেখ্য, গত আগস্টে ইরানের ছেলেদের ফুটবল ম্যাচে প্রথমবারের মতো গ্যালারিতে ছিলেন নারীরা।

- এএফপি