রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫২ এএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আছে স্বাগতিক ভারতের। বাংলাদেশে এসে ওই আফগানিস্তান দাপট দেখিয়ে সিরিজের দুই ম্যাচে জয় পাওয়ায় সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া টুইট করেছে, ‘ঘরের মাঠে এই আফগানদের এগিয়ে চলার চেষ্টা করো!’

‘বিশ্বের সেরা’ স্পিন আক্রমণ নিয়ে আফগানিস্তান বিশ্বকাপ মাতাতে পারে। আকাশ চোপড়া তাই সতর্ক থাকতে বলেছেন। কিন্তু সতর্ক থাকলেই কি সবসময় হার এড়ানো যায়? বাংলাদেশ দলও আফগানদের নিয়ে সতর্ক। কিন্তু হোয়াইটওয়াশ ‘হবো না’ এই কথা জোর দিয়ে বলার সাহস দলের কারো আছে কিনা সন্দেহ।  

অথচ ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে এই বাংলাদেশ শক্তিশালী এক দল। হোয়াইটওয়াশ তো দূরের কথা ঘরে এসে ওয়ানডে সিরিজ জিততেই ঘাম ঝরে যায় প্রতিপক্ষের। গত মার্চে সিরিজ জিতলেও ইংল্যান্ড তা হাড়ে হাড়ে টের পেয়েছে।

দেশের মাটিতে বাংলাদেশ শেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ২০১৩-১৪ মৌসুমে। ২০১৪ সালের ফেব্রুয়ারির ওই ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা।

ওই বছরের জুনে ভারতের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশের পথে ছিল বাংলাদেশ। সিরিজের দুই ম্যাচে বৃষ্টি আইনে জিতে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ১০৫ রানে তাদের অলআউট করেও জিততে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে ১১৯ রানে ভারতের ৯ উইকেট  তুলে নিয়েছিল স্বাগতিকরা। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ শেষ হয়নি।

ওই দুই সিরিজের পর ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ হেরেছে মাত্র দুটি। দুটিই ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সালের অক্টোবরে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। এরপর গত মার্চেও ২-১ ব্যবধানে ইংলিশদের কাছে হারেন তামিম-সাকিবরা। এবার কিনা ‘বাঘের ঘরে ঘোগ’। হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।