শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিয়ের তারিখেই ৭ সন্তানের জন্ম দিয়ে গিনেস রেকর্ড!

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

পাকিস্তানি এক দম্পতির বিয়ের তারিখ ১ আগস্ট। আবার তাদের ৭ সন্তানের জন্ম তারিখও ১ আগস্ট। আর এমন অসাধ্য সাধন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে পাকিস্তানের লারকানা জেলার একটি পরিবার। খবর হিন্দুস্তান টাইমসের।

আমির আর খুদিজা। এই দুজনের সাত সন্তান। সবচেয়ে বড় কথা তাদের যে সন্তান তাদের সবার জন্ম তারিখ ১ আগস্ট। তাদের সন্তানদের মধ্যে সিন্ধু, সাসুই, স্বপ্না, আমির, অম্বর, আনমর, আহমার। তাদের বয়স ১৯-৩০-এর মধ্যে। একই দিনে জন্মেছে এমন ভাইবোনদের নিরিখেও তারা বিশ্বরেকর্ড করেছে।

আসলে ১ আগস্ট বিবাহবার্ষিকীর দিনটিকে স্মরণীয় করে রাখতে চান। সে কারণে একেবারে হিসাব কবে বিয়ের ঠিক এক বছরের মধ্যে তাদের প্রথম সন্তান হয়। কিন্তু তার পরও যে এমন একই দিনে পর পর বাচ্চা হবে প্রথমটা তারা বুঝতে পারেননি।

এর পর দেখা যায় ১ আগস্ট ফের তাদের দুবার করে যমজ সন্তান হয়।

আমির সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমি খুব ভেবেচিন্তে বিষয়টি করেছি এমনটি নয়। কিন্তু হয়ে গেছে।

এদিকে গিনেস সংস্থা জানিয়েছে, সব বাচ্চাই স্বাভাবিক প্রসবের মাধ্যমে হয়েছে। কোনো ক্ষেত্রেই সিজার করা হয়নি। সবই নরমাল ডেলিভারি। এমনকি কোনো ক্ষেত্রে আগেই সিজার করা হয়েছে এমনটি নয়। একেবারে ১ আগস্টেই প্রসব বেদনা আর ওই দিনই সন্তান প্রসব।

তারা জানিয়েছেন, ১ আগস্ট একই দিনে সবাই মিলে কেক কেটে জন্মদিন পালন করেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ ওই পরিবার। তাদের দাবি, এভাবে একই দিনে সবার জন্মদিন। সে ক্ষেত্রে আল্লাহর কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ।