মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহিউদ্দীন দেওয়ানের জামিন মেলেনি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার

সোসাইটিতে মারামারির জেরে গ্রেফতার

 
আজকাল রিপোর্ট -
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ানকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের নির্দেশ অনুসারে কুইন্সের ১১০ পুলিশ প্রিসিংকটে গেলে তাকে বুধবার সন্ধ্যা পৌনে ৯টায় আটক করা হয়। মহিউদ্দীনের ঘনিষ্ঠ এক বন্ধু আজকালকে বলেন, পুলিশ তার বাসায় গিয়ে প্রিসিংক্টে দেখা করা নির্দেশ দেয়। এ সময় মহিউদ্দীন বাসায় ছিলেন না। খবর পেয়ে ২ ঘন্টার মধ্যে তিনি প্রিসিংক্টে যান। এ সময় তার সাথে ছিলেন সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, জেড আলম নমি ও হারুন ভুঁইয়া। প্রিসিংক্টে যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আটক করে।
বুধবার রাতেই মহিউদ্দীন অসুস্থবোধ করতে শুরু করলে তাকে এলমহার্স্ট হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ২টার দিকে তাকে আবার পুলিশ প্রিসিংক্টে আনা হয়। তার পরিবার কোর্টে নিয়ে জামিনের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কোর্টের সিরিয়াল না পাওয়ায় জামিন প্রক্রিয়া বিলম্ব হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জামিন হয়নি।
গত ২ জুলাই বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় মারামারির যে ঘটনা ঘটে তাতে কোষাধ্যক্ষ নওশেদ হোসেন ও আরো কয়েকজনের সাথে মহিউদ্দিন দেওয়ানের হাতাহাতি হয়।  এতে নওশেদসহ অনেকেই আহত হন। সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বৈঠক শেষে উভয়পক্ষের মধ্যে আপোষ রফা করে দেন। সভা শেষে মহিউদ্দীন দেওয়ান ঘটনাস্থল ত্যাগ করেন। নওশেদ হোসেন আঙ্গুলে ব্যথা পাওয়ায় পুলিশ কল করে রিপোর্ট করেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বুধবার তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া বৃহস্পতিবার রাতে আজকালকে বলেন, যা হবার তা তো হয়ে গেছে। আশা করছি শিগগিরই তার জামিন হবে। এরপর আমরা কার্যকরি কমিটি বসে সিদ্ধান্ত নেব। সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী আজকালকে বলেন, মহিউদ্দীনের গ্রেফতারের সংবাদ শুনেছি। আমি গত কয়েকদিন ধরে বাফেলোতে অবস্থান করছি। শনিবার সিটিতে ফিরবো। এরপর আলোচনা করে করণীয় ঠিক করবো। তবে যা ঘটলো তা খুবই দুঃখজনক। সোসাইটির ভাবমূর্তির উপর বড় আঘাত। দায়ভার আমাদের ওপরও বর্তায়।
বাংলাদেশ সোসাইটির সভায় হাঙ্গামার ঘটনায় সোসাইটির কোষাধ্যক্ষ নওশেদ হোসেনের মামলার প্রেক্ষিতে মহিউদ্দিন দেওয়ানকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জামিন হয়নি। জামিনের জন্য তার পরিবার আইনজীবীসহ অপেক্ষা করছিল। তবে মহিউদ্দীনের বন্ধু কাজি তোফায়েল ইসলাম রাত পৌনে ৯টায় প্রতিবেদককে বলেন, রাতেই জামিন হবে। প্রিসিংক্ট থেকে তাকে কোর্টে নেবার প্রস্তুতি চলছে।