বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিটির ক্রাইম নিয়ে অতিরঞ্জিত হচ্ছে

মিডিয়াকে দুষলেন মেয়র

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার


 
আজকাল রিপোর্ট -
নিউইয়র্ক সিটির ক্রাইম নিয়ে মিডিয়াকে দুষলেন মেয়র এরিক এডামস। তিনি বলেছেন, ৮৫ লাখ মানুষের শহরে প্রতিদিনই কিছু না কিছু ঘটতে পারে। কিন্তু প্রতিদিনই মিডিয়াগুলো ক্রাইমকে ভয়াবহ আকারে প্রকাশ করছে। প্রতিদিনই সিটির ক্রাইম ইস্যুকে ব্যানার করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হচ্ছে। অঘটনগুলো মিডিয়া যেভাবে প্রচার করে, অগ্রগতিটা সেভাবে প্রকাশ করে না। ভালো কিছু তারা দেখেও দেখে না।
সম্প্রতি সিয়েনা পোল ক্রাইম নিয়ে এক জরিপ প্রকাশ করেছে। আগে নিউইয়র্কের ৪১ ভাগ জনগোষ্ঠীই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নি। কিন্তু বর্তমানে শতকরা ৮৭ জন নাগরিকই ক্রাইমকে প্রধান ইস্যু হিসেবে বিবেচনা করছেন। তারা নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। স্থানীয় একটি টিভি মিডিয়া এই জরিপ নিয়েই মেয়রকে প্রশ্ন করেছিল। এ প্রশ্নের জবাবে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
মেয়র এডামস বলেন, ক্রাইমকে একদিনেই নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সময় প্রয়োজন। পুলিশ বিভাগের সর্বশেষ রিপোর্ট অনুসারে ২০২২ সালের জুন মাসের তুলনায় এবারের জুনে ক্রাইম কমেছে শতকরা ৪ ভাগ। তবে এটা অনস্বীকার্য গাড়ি চুরির হার বেড়ে গেছে।