রাশিয়ার দখলকৃত ৫০ শতাংশ ভূমি উদ্ধার করেছে ইউক্রেন: ব্লিঙ্কেন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২০ এএম, ২৪ জুলাই ২০২৩ সোমবার
ইউক্রেনের যেসব ভূখণ্ড রাশিয়া দখল করেছে তার ৫০ শতাংশ ভূমি পুনরায় উদ্ধার করেছে দেশেটি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
সোমবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি এই তথ্য দিয়েছেন।
অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘ইউক্রেনের রুশবিরোধী পাল্টা আক্রমণ কয়েক মাস পর্যন্ত বৃদ্ধি করা হবে। প্রাথমিকভাবে যা দখল করা হয়েছিল, তার প্রায় ৫০ শতাংশ ভূমি ইতোমধ্যে পুনরায় উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘এখনো তুলনামূলক পালটা আক্রমণের প্রাথমিক সময় চলছে। এটা খুব কঠিন কাজ। আগামী সপ্তাহ বা আগামী দুই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত হবে না। আমি মনে করি, আমরা এখনো কয়েক মাসের দিকে তাকিয়ে আছি।’
এদিকে, গ্রীষ্মকালীন পালটা আক্রমণ শুরু করার পর ইউক্রেন শিগগিরই মস্কোর সামরিক বাহিনীকে কিয়েভের ভূখণ্ড থেকে হটিয়ে দিতে পারে, এমন আশা ক্ষীণ হয়ে আসছে। কারণ, ইউক্রেনের সৈন্যরা দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ সৈন্যদের সঙ্গে লড়াইয়ে হিমশিম খাচ্ছে।
অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যে পালটা আক্রমণ করছে তা ব্যর্থ হয়েছে।’
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। এখন গত মাসে ইউক্রেনীয় সেনারা পালটা আক্রমণ শুরু করার পর পুতিন দাবি করেছেন, ‘রুশবিরোধী পালটা আক্রমণে ইউক্রেনের ২৬ হাজার সেনা মারা গেছেন।’
এছাড়া রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় ১৫টির মতো লিওপার্ড ট্যাংক ও ২০টির বেশি ব্র্যাডলি ট্যাংক ধ্বংস করা হয়েছে।
তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনো রুশ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। অপরদিকে চলমান যুদ্ধের কারণে তাদের দাবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সূত্র: আলজাজিরা, সিএনএন