বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৪ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট -
ন্যাশনাল গ্রীড ও কনএডিশন গ্যাস ও ইলেকট্রিসিটির দাম বাড়াচ্ছে। কনএডিশনের গ্যাসের দাম আগামী মাস অর্থাৎ আগষ্ট থেকেই বাড়বে শতকরা ৮.৪ ভাগ। ২০২৪ সালে তা আরও  ৬.৭% ভাগ বৃদ্ধি করা হবে। ২০২৫ সালে বাড়বে ৬.৬%। বিদ্যুৎ বিলও আগষ্ট থেকে বাড়বে শতকরা ৯.১ ভাগ। এদিকে ন্যাশনাল গ্রীড লং আইল্যান্ড ও নিউইয়র্ক সিটিতে (একাংশ) গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে।  এটি অনুমোদন পেলে ২০ লাখ গ্রাহককে প্রতি বছর ৩৭২ ডলার করে অতিরিক্ত গ্যাস বিল প্রদান করতে হবে। যা কিনা বর্তমান হারের চেয়ে শতকরা ১৭ ভাগ বেশি। ২০২৪ সাল থেকে এ বর্ধিত গ্যাসের দাম কার্যকর হবে। সিবিএস নিউজের তথ্যে বলা হয়েছে, প্রস্তাবটি অনুমোদিত হলে সিটি রেসিডেন্টদের গ্যাস বিল বাড়বে গড়ে শতকরা ১৭ ভাগ ও লং আইল্যান্ড বাসিন্দারে জন্য ১৬ ভাগ।
ন্যাশনাল গ্রীড এ বৃদ্ধির পক্ষে ইনফ্লেশনকে দায়ী করেছে। এ ব্যাপারে হফস্ট্রা ইউনিভারসিটির অর্থনীতি বিষয়ক এসোসিয়েট প্রফেসর মার্টিন মেলকোনিয়ান বলেছেন, কয়লা ও তেলের চেয়ে ন্যাচারাল গ্যাসের দাম কম। এমতাবস্থায় গ্যাসের দাম বাড়ানো স্বাভাবিক নয়। তাছাড়া ন্যাশনাল গ্রীড ব্যবসা তো ভালোই করছে। তাদের ডিভিডেন্ট শতকরা ৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য নয়।
লং আইল্যান্ড থেকে নির্বাচিত নিউইয়র্ক স্টেট সিনেটর অ্যানথনি পালাম্বো বলেছেন, গ্যাসের দাম বাড়ালে মানুষ গ্রীনার অপশন থেকে মুখ ফিরিয়ে নেবে। যা কিনা স্টেট পরিবেশ নীতির বিরুদ্ধাচারণ। বরং গ্যাসের দাম আয়ত্ত্বের মধ্যে রেখে জনগনকে তেল ও কয়লা  ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে। তবেই কার্বন ইমিউশন কমবে।
স্টেট পাবলিক সার্ভিস কমিশন ন্যাশনাল গ্রীডের প্রস্তাবের ওপর পাবলিক হেয়ারিং এর আয়োজন করেছে। তা অনুমোদিত হলে ২০২৪ সালের ১ এপ্রিল থেকে গ্যাসের দাম বাড়বে।