হোম কেয়ার ব্যবসায় ‘লিডএফআই’ নিয়ে ক্ষোভ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৬ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
মামলা ও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংস্থা
আজকাল রিপোর্ট -
হোম কেয়ার ব্যবসাতে নিউইয়র্ক হেলথ ডিপার্টমেন্টের প্রবর্তিত ‘লিড ফিস্কেল ইন্টারমেয়ারি’ বা ‘লিডএফআই’ তালিকা নিয়ে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই তালিকাকে বির্তকিত ও পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করা হয়েছে এবং এর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ ছাড়াও এই তালিকার বিরুদ্ধে আন্দোলনে যাবার প্রস্তুতি নিচ্ছেন লিড এফ আই তালিকা বর্হিভূত হোম কেয়ার ব্যবসায়ীরা। উল্লেখ্য, নিউইয়র্ক স্টেটে হোম কেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছে প্রায় ৬০০ সংস্থা। আমেরিকার মূলধারার ব্যবসায়ী ছাড়াও জুইস, ভারতীয়, মেক্সিকান, পাকিস্তানী ও চাইনিজরাও এ ব্যবসায় সুনামের সাথে কাজ করছে। বাংলাদেশি কমিউনিটিতেও এটি একটি আলোচিত ও অগ্রসরমান ব্যবসা। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কোম্পানী এখন এই ব্যবসা পরিচালনা করছে।
সম্প্রতি নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্ট হোম কেয়ার ব্যবসার জন্য ‘লিড এফ আই’ তালিকা প্রবর্তন করেছে। যাকে বলা হচ্ছে ‘লিডএফআই অ্যাওয়ার্ড’। ২০২০ সালে যে সব হোম কেয়ার প্রতিষ্ঠানের ২০০ এর অধিক পেশেন্ট বা কাষ্টমার ছিল তারাই এ তালিকার অন্তর্ভূক্ত হয়েছে বলে দাবি করেছে হেলথ ডিপার্টমেন্ট। এই তালিকার অন্তর্ভুক্ত হতে ডিপার্টমেন্টের বেশ কিছু শর্ত পূরণ করতে হয় রিকুয়েস্ট ফর অফারস বা ‘আর এফ ও’র নীতিমালা অনুসারে।
হেলথ ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এই তালিকা অনুসারে নিউইয়র্কে ‘লিড এফ আই’ অ্যাওয়ার্ডপ্রাপ্ত হোমকেয়ার ব্যবসায়ীর সংখ্যা ২৬০। বলা হচ্ছে, অবশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলিকেও এই লিডএফআই তালিকাভূক্ত হয়ে হোম কেয়ারের ব্যবসা করতে হবে অথবা কোন না কোনভাবে এই তালিকাভুক্ত সংস্থাগুলির মাধ্যমে কাজ করতে হবে। হেলথ ডিপার্টমেন্টের এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন হোম কেয়ার ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন তাদের ক্লায়েন্ট সংখ্যা ২০০-এর ওপর হওয়া সত্ত্বেও এবং ‘আরএফও’ অনুসারে আবেদন করা সত্ত্বেও তাদের অনেকের নামই তালিকায় আসেনি।
এমন ৪০টি হোম কেয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান মিলিতভাবে হেলথ ডিপার্টমেন্টের ঘোষিত সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আদালতে শুনানির পর এই লিডএফআই তালিকার ওপর ইনজাংশন জারি বা স্থগিতাদেশ আসতে পারে।
এদিকে ছোট ব্যবসায়ীরা সংঘবদ্ধ হচ্ছেন আন্দোলনের জন্য। তারা বলছেন, হেলথ ডিপার্টমেন্টের সিদ্ধান্ত বৈষম্যমূলক ও বির্তকিত। এর ফলে হাজার হাজার হোম কেয়ার ব্যবসায়ীর আয় রোজগার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে ব্যবসা। অপরদিকে বড় ব্যবসায়ীদের ব্যবসা আরও প্রসারিত হবে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মাইনোরিটি কমিউনিটির ব্যবসায়ীরা। একজন হোম কেয়ার ব্যবসায়ী বলেন, আমরা আলবেনীতে গিয়ে বড় ধরনের সমাবেশ করার চিন্তা করছি। কংগ্রেসম্যান ও সিনেটরদের দিয়ে প্রশাসনে লবিং করবো। গর্ভনর ক্যাথি হোকুলকে আমরা জানাতে চাই, হেলথ ডিপার্টমেন্টের লিড এফ আই বাতিল না হলে ছোট ছোট হোম কেয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে।