বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন বিপার ৩০ বছর পূর্তি উৎসব শুরু

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩২ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট-
নিউইয়কের্র প্রাচীনতম বাংলাদেশি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-বিপার ৩০ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে। জ্যামাইকা পারফর্মিং সেন্টার অফ আর্টসে আয়োজিত এই উৎসব চলবে চারদিনব্যাপী।  
গতকাল প্রথম দিন রাত আটটায় শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপা’র এই উৎসব।
তাদের চারদিনের অনুষ্ঠানসূচিতে রয়েছে বর্ষপূর্তি উপলক্ষে ‘আলাপন বিপা ও আপনি’, শিশু-কিশোরদের উপস্থাপনায় ‘বিপা তারকা ২০২৩ পরিবেশনা’, রবীন্দ্রনাথের গীতিনাট্য ‘তাসের দেশ’, গানে গানে দেশ বন্দনা ‘হৃদয়ে স্বদেশ, আমার বাংলাদেশ’,শিশুদের অনুষ্ঠান ‘ফুল,কুঁড়ি ও আমরা’ কত্থক ও ভারত নট্যম ‘ধ্রুপদি ছন্দে’, বিরশা চ্যাটার্জীর পরিবেশনা, শোভাযাত্রা,  নাচ,গানসহ নানা আয়োজন। এর মধ্যে কোন কোন পর্বের  প্রবেশ ফি ১০ ডলার এবং কোন কোন পর্বে ফ্রি প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। বিকেল ৫ থেকে অনুষ্ঠান শুরু হবে বলে বিপার পক্ষ থেকে জানানো হয়েছে।