সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিতে যুক্ত বিএনপি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৫ এএম, ২ আগস্ট ২০২৩ বুধবার
কানাডার ইমিগ্রেশন ডিভিশনের মন্তব্য
সন্ত্রাসবাদে জড়িত থাকার যুক্তি পাওয়া যায়নি
কানাডার অভিবাসন ও শরণার্থী বিষয়ক বোর্ডের ইমিগ্রেশন ডিভিশন (আইডি) ২০২২ সালের ১০ জুনে বাংলাদেশের এক বিএনপি সদস্যের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন অগ্রহণযোগ্য বলে বাতিল করেছে।
[৩] পরবর্তীতে ২০২৩ সালের ১৫ জুন কানাডার টরেন্টোতে জজ এ্যান্ড্রু ডি লিটলের আদালতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী বাংলাদেশের নাগরিক মোহাম্মদ জিপসেদ ইবনে হক আইডির ওই সিদ্ধান্ত বাতিলের আবেদন জানান। এখানে বিবাদি ছিলেন কানাডার জননিরাপত্তা ও জরুরি প্রস্ততি মন্ত্রী। সূত্র: ফেডারেল কোর্টের নথি, ডকেট: আইএমএম-৫৮৪৪-২২।
আইডি এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আবেদনকারী অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে কানাডায় আশ্রয় গ্রহণের অযোগ্য। কারণ তিনি এমন একটি সংগঠনের সদস্য যে, এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে সংগঠনটি কোনো সরকারের বিরুদ্ধে নাশকতার উস্কানি দিয়েছে।
আইডি বলেছে, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আবেদনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য ছিলেন।
আবেদনকারী আইনের ধারা উল্লেখ করে আইডি’র সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যুক্তি দেখান যে, কানাডার মূল নীতি অনুযায়ি আইডি’র সিদ্ধান্ত অযোক্তিক। তার যুক্তি, আইডি এটা বুঝতে ভুল করেছে যে; বিএনপি’র লক্ষ্য শক্তি প্রয়োগের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা। এ জন্যেই আমি মনে করি যে আবেদন নাকচ করা হয়েছে।
জননিরাপত্তা মন্ত্রী ইমিগ্রেশন ডিভিশনের সিদ্ধান্তে অসম্মতি জানিয়ে যুক্তি প্রদর্শন করেন যে, যদিও বিএনপি’র লক্ষ্য সরকারকে ক্ষমতাচ্যুত করা, তবে এর মানে এই নয় যে, বিএনপি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত।
আইডি এ মর্মে সিদ্ধান্ত এসেছে যে, বিএনপি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে শক্তি প্রয়োগ বা হুমকি সৃষ্টির করেছে এরকম যুক্তিযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। এটা প্রমাণিত যে, বিএনপি একটি সংগঠন যার লক্ষ্য ছিলো সরকারকে ক্ষমতাচ্যুত করা, এমনকি এক পর্যায়ে শক্তি প্রয়োগ বা হুমকির মাধ্যমে যা ফলপ্রসু হয়নি বা ব্যর্থ হয়েছে।
জননিরাপত্তা মন্ত্রী যুক্তি প্রদর্শন করেন যে, হরতালের লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত ও সরকারের নির্বাচন পরিচালনার ক্ষমতাকে খর্ব করা। মন্ত্রী আরও বলেন, এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে বিএনপির লক্ষ্য হচ্ছে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা।