ওয়ার্ক পারমিট থাকলেই পুলিশে চাকরি!
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৬ এএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট -
ওয়ার্ক পারমিট থাকলেই পুলিশ বিভাগে চাকরির সুযোগ তৈরি হচ্ছে। আগে সিটিজেনশীপ কিংবা গ্রীনকার্ড ছাড়া পুলিশ অফিসারের পদে চাকরির সুযোগ ছিল না। এখন শুধু ওয়ার্ক পারমিটেই পুলিশে চাকরির এই সুযোগটি তৈরি কওে দিচ্ছেন ইলিনয়ের গর্ভনর জে.বি প্রিটজকার। ইলিনয় হাউজে গৃহীত এ সংক্রান্ত বিলে গত শুক্রবার তিনি স্বাক্ষর করেছেন। এ বিল স্বাক্ষরের ফলে পুলিশ অফিসার হতে নাগরিকত্ব বা পারমানেন্ট রেসিডেন্ট হবার বাধ্যবাধকতা ইলিনয় স্টেটে রইলো না।
ইলিনয়ে এ আইনটি পাশ হবার পর নিউইয়র্কের নির্বাচিত প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক প্রতিনিধিরা একই ধরনের বিল আনার চিন্তা ভাবনা করছেন। সেটা নিউইয়র্ক স্টেট বা নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট যে কোন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। নিউইয়র্কে পুলিশ অফিসার পদে চাকরির প্রধান শর্তটি হচ্ছে প্রার্থীর সিটিজেনশীপ বা গ্রীনকার্ড থাকতে হবে। ইমিগ্রান্ট অধ্যুষিত শহর নিউইয়র্কে লাখ লাখ ইমিগ্রান্ট রয়েছেন যাদের শুধু ওয়ার্ক পারমিট রয়েছে। তারা সিটি ও স্টেটের বেশির ভাগ চাকরিতেই আবেদন করতে পারেন না। ওয়ার্ক পারমিট দিয়ে অস্থায়ীভাবে ‘অড জব’সহ বিভিন্ন প্রাইভেট কোম্পানীতে কাজ করতে হয়। এতে বিভিন্ন কোম্পানী কর্মচারিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেন বলে অভিযোগ রয়েছে।
ওয়ার্ক পারমিটে পুলিশ বিভাগে চাকরির দ্বার উন্মুক্ত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে ইমিগ্রান্ট কমিউনিটি। নিউইয়র্ক সিটিতে বিভিন্ন এজেন্সীতে প্রায় ৪০ হাজার শূন্য পদ রয়েছে। এসব কাজের জন্য তারা উপযুক্ত প্রার্থী খুঁজে পাচ্ছেন না। বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টে জনবল সংকট প্রকট। এ ঘাটতি পূরনে ইমিগ্রান্টরা সহায়ক হতে পারে।
নিউইয়র্ক সিটিতে প্রায় ১০ লাখ ইমিগ্রান্ট রয়েছেন যাদের শুধু ওয়ার্ক পারমিট রয়েছে। এসাইলামসহ বিভিন্ন ক্যাটাগরিতে তাদের আবেদন বছরের পর বছর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা ইমিগ্রেশন কোর্টে ঝুলে আছে। সিটি জবে সিটিজেনশীপ ও গ্রীনকার্ডের বাধ্যবাধকতা তুলে দিলে নিউইয়র্কে জনবল সংকটের অনেক লাঘব হবে। পাশাপাশি অর্থনিিতর ক্ষেত্রে তা বড় অবদান রাখবে।